Wednesday, November 5, 2025

অন্ধ্রপ্রদেশে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ বেড়ে শতাধিক, তদন্তের নির্দেশ সরকারের

Date:

বেড়েই চলেছে অসুস্থের সংখ্যা। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলার স্পেশাল ইকোনমিক জোনের একটি বস্ত্র কারখানায় গ্যাস লিক করার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে ১২১ জন। অসুস্থতার সংখ্যা ক্রমাগত বৃদ্ধির ঘটনায় তদন্তের নির্দেশ দিল অন্ধ্রপ্রদেশ সরকার। বুধবার অন্ধ্রপ্রদেশের বাণিজ্যমন্ত্রী গুড়িভারা অমরনাথ জানিয়েছেন, এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বস্ত্র সংস্থাটি বন্ধ রাখা হবে।এনিয়ে পরপর দুইমাসে অন্ধ্রপ্রদেশে দুটি কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটল।

আরও পড়ুন:আজ মন্ত্রিসভায় রদবদল

বিশাখাপত্তনম জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, অসুস্থদের মধ্যে ৫৩ জনকে সরকারি হাসপাতালে এবং ৪১ জনকে জেলার অন্যান্য হাসপাতালে রেখে চিকিৎসা চলছে। জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, অসুস্থদের অধিকাংশেরই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। অনেকের মধ্য বমি ও গা গুলোনোর উপসর্গ দেখা গিয়েছে। অসুস্থদের কাছ থেকে নমুমা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইসিএমআর-এর কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে রাত সাড়ে আটটা-নটা নাগাদ বিকট একটি গ্যাসের গন্ধ আসতে শুরু করে। দুর্ঘটনার সময়ে শিফটে প্রায় ৪০০ কর্মী ছিলেন, এদের মধ্যে অধিকাংশই মহিলা। বস্ত্র প্রস্তুতকারক ওই কারখানার কর্মীরা প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থবোধ করতে শুরু করেন। মাথা ঘোরা-বমি শুরু হয় কর্মীদের। বেশ কয়েকজন সংজ্ঞাও হারান। এরপরই অসুস্থ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাস লিকের আসল কারণ এখনও স্পষ্ট নয়।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version