রাজ্য মন্ত্রিসভায় রদবদল, ৫ পূর্ণমন্ত্রী-সহ ৮ নতুন মুখ

নতুন ৮জনকে মন্ত্রিসভায় আনা হল। বীরবাহা হাঁসদাকে প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে গিয়েছে

মন্ত্রিসভার রদবদল। বুধবার, রাজভবনে বিকেল চারটেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে ৯জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন (La Ganesan)। নতুনদের মধ্যে ৫জন পূর্ণমন্ত্রী। দুজন প্রতিমন্ত্রী। একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। একজন প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। আরও কাজ, আরও গতি। এই লক্ষ্যে অবিচল মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন ও সংগঠনের মধ্যে আরও গভীরভাবে সমন্বয় তৈরি করতেই এই রদবদল বলে মনে করা হচ্ছে।

একনজরে তালিকা-
পূর্ণ মন্ত্রী
• স্নেহাশিস চক্রবর্তী
• প্রদীপ মজুমদার
• পার্থ ভৌমিক
• বাবুল সুপ্রিয়
• উদয়ন গুহ

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
• বিপ্লব রায়চৌধুরী
• বীরবাহা হাঁসদা

প্রতিমন্ত্রী
• সত্যজিৎ বর্মন
• তাজমুল হোসেন

গত সোমবারই মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভায় ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। নতুন ৮জনকে মন্ত্রিসভায় আনা হল। বীরবাহা হাঁসদাকে প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে অন্তত ৪জন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। এবার কে, কোন দফতর পাবেন সেটাই দেখার।

 

 

Previous articleটেবিল টেনিসে পুরুষদের টিম ইভেন্টে সোনা জয় ভারতের
Next articleপ্রধানমন্ত্রী হতে পারেন রাহুল ! লিঙ্গায়ত সম্প্রদায়ের সন্ন্যাসীর বক্তব্যে জল্পনা তুঙ্গে