Tuesday, August 26, 2025

Kishore Kumar: সাড়ম্বরে পালিত হল ৯৩ পেরিয়ে যাওয়া চির ‘ কিশোর’ এর জন্মবার্ষিকী

Date:

আজ মনের খাতায় লিখে রাখার মতো সেই বিশেষ দিন। ৪ অগাস্ট বৃহস্পতিবার , কিশোর কুমারের (Kishore Kumar)৯৩ তম জন্মবার্ষিকী আজ। সকালেই টুইট করে অমর শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । ভারতের বিনোদন জগতের অন্যতম উজ্বল নক্ষত্র কিশোর কুমার। যিনি শুধু গায়ক নয়, একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক, সঙ্গীত পরিচালক ও লেখক। ১৯২৯ সালের ৪ অগাস্ট মধ্যপ্রদেশের এক বাঙালি পরিবারে কিশোর কুমারের জন্ম। কিশোর আসলে তাঁর ডাক নাম ছিল।আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। ‘বম্বে টকিজ’ ছবিতে দাদা অশোক কুমারের (Ashoke Kumar)সঙ্গে গান গেয়েছিলেন। তিনি কিংবদন্তি, তিনি সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র। আজ কলকাতার টালিগঞ্জে কিশোরকুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), ইন্দ্রনীল সেন (Indranil Sen),অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী গৌতম ঘোষ, সৈকত মিত্র এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এদিনের অনুস্থানে বারবার যেন চির কিশোরের স্মৃতিচারণা উঠে আসে অতিথিদের কথায়।

আট বার পেয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি । তাঁর গানে লিপ দিয়েছেন অমিতাভ বচ্চন, উত্তম কুমার, রাজেশ খান্না, সঞ্জীব কুমার, সৌমিত্র চট্টোপাধ্য়ায়-সহ আরও অনেকে। শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, গুলজার, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্য়ায়-সহ আরও বহু সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। একাধারে দাপুটে অভিনেতা ছিলেন বটে। রোম্যান্টিক সিনেমা আর তাঁর কমেডি টাইমিং আজও মনে রেখেছেন সিনে প্রেমীরা। আজকে তাঁর জন্মদিনে যেন সেই অতীত ফিরে এল কলকাতার টালিগঞ্জের বুকে।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version