Tuesday, November 11, 2025

গরুপাচার কাণ্ডে অনুব্রতকে ফের সিবিআই তলব, দেহরক্ষীর আরও ১৪ দিনের জেল হেফাজত

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে (Cow Smuggling) আবারও অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করলো সিবিআই (CBI)। সোমবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace) বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের। সম্প্রতি অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সেই তথ্যের সঙ্গেই অনুব্রতর বয়ান মিলিয়ে দেখা হবে। আর সেই কারণেই এই নিয়ে টানা ৯ বার সিবিআইয়ের মুখোমুখি হতে চলেছেন ‘কেষ্ট’। পাশাপাশি এদিনই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী (Security Personnel) সায়গল হোসেনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হাইকোর্ট। গত ৯ জুন দেহরক্ষীকে গ্রেফতার করে সিবিআই।

প্রসঙ্গত, গত বুধবার অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান ও তাঁর স্নেহধন্য মুখতার শেখের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় মোবাইল সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। সেই তথ্য হাতে পেয়েই তৎপর হয় সিবিআই। তবে হাজিরা প্রসঙ্গে এখনও পর্যন্ত অনুব্রতর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে অনুব্রতকে সিবিআই তলবের পরিপ্রেক্ষিতে এদিন সরব হন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। তিনি সাফ জানিয়েছেন, সিবিআই ও ইডির গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে ঠেকেছে। সাধারণ মানুষ তাদের উপর আস্থা হারিয়েছেন। তবুও আমরা চাই যত দ্রুত সম্ভব তদন্ত শেষ হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তৃণমূল সাংসদ বলেন, কেন্দ্রীয় সরকার ইডি-সিবিআই দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না।

spot_img

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...