India Team: কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা

ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং স্মৃতি মান্ধনার। ৬১ রান করেন তিনি। সেই সঙ্গে রেকর্ড গড়লেন মান্ধনা।

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল (India Team)। শনিবার সেমিফাইনালে ইংল‍্যান্ডকে (England) ৪ রানে হারিয়ে ফাইনালের টিকিট পাঁকা করল হরমনপ্রীত কৌররা। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং স্মৃতি মান্ধনার। ৬১ রান করেন তিনি। সেই সঙ্গে রেকর্ড গড়লেন মান্ধনা। ভারতীয় হিসাবে টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করলেন স্মৃতি। ২৩ বলে অর্ধশতরান করেন তিনি। এক্ষেত্রে নিজেই ভাঙলেন নিজেরই রেকর্ড।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন স্মৃতি মান্ধনার। ৬১ রান করেন তিনি। ৪৪ রানে অপরাজিত জেমাইমা রডরিগেজ। ২০ রান করেন হরমনপ্রীত কৌর। ইংল‍্যান্ডের হয়ে দুটি উইকেট নেন কেম্প। একটি করে উইকেট নেন ব্রান্ট এবং নাতালি।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬০ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। ইংল‍্যান্ডের হয়ে সর্বোচ্চ রান নাতালির। ৪১ রান করেন তিনি। ৩৫ রান ওয়াটের। ভারতের হয়ে দুটি উইকেট নেন স্নেহ রানা। একটি উইকেট নেন দিপ্তী শর্মা।

আরও পড়ুন:ঝাড়খণ্ড বিধায়ক-কাণ্ডে নয়া মোড়: একবছর আগে থেকেই চলছিল সরকার ফেলার ‘খেলা’

 

Previous articleকুয়োয় মরণঝাঁপ মায়ের, প্রাণ গেল ১ মাসের শিশু-সহ ৪ সন্তানের
Next articleযোগী সরকারের আই ওয়াশ! রাখি উপলক্ষ্যে উত্তরপ্রদেশে মহিলাদের বাসে ফ্রি রাইড