Monday, November 10, 2025

Maharastra: কুসংস্কারের বলি পাঁচ বছরের শিশু কন্যা, গ্রেফতার মা বাবা

Date:

অন্ধ বিশ্বাস আর কুসংস্কারের (Superstition)বলি এক বছর পাঁচেকের শিশুকন্যা। তাঁকে হত্যার অভিযোগে মা ,বাবা এমনকি কাকিমাকেও গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় শিশুটির মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তাঁর পরিবারের লোকেরা। এর পরই অন্ধবিশ্বাসের জেরে কুসংস্কারের নামে বেধড়ক মারধোর করা হয় ঐ শিশুকন্যাকে (girl child)। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মেডিকেল রিপোর্টে (Medical report) জানা গেছে।

২০২২ এর এতটা সময় পেরিয়ে গিয়েও এখনও কুসংস্কারে জর্জরিত সমাজ। মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur, Maharastra) মর্মান্তিক ঘটনা যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুভাষ নগরের (Subhash Nagar) পাঁচ বছরের ফুটফুটে শিশুকন্যার মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেন তাঁর পরিবার। এরপর অভিযুক্ত বাবা সিদ্ধার্থ চিমনে (৪৫), মা রঞ্জনা ও কাকিমা প্রিয়া (৩২) শুক্রবার গভীর রাতে কুসংস্কারের নামে বেধড়ক মারধোর করেন শিশুটির উপরে। একের পর এক চর ও ঘুসির চোটে অজ্ঞান হয়ে যায় সে। পুলিশ একটি ভিডিও ক্লিপ পেয়েছে, সেখানে দেখা গিয়েছে, কিছু প্রশ্ন করা হচ্ছে শিশুকন্যাকে, সে উত্তর দিতে পারছে না।এরপরেই সন্দেহের বশে শিশুটিকে নির্মম ভাবে মারধর করা হয়। মারের চোটেই মাটিতে পড়ে যায় সে এবং জ্ঞান হারায়। এরপর অজ্ঞান অবস্থাতেই তাঁকে স্থানীয় হাসপাতালে না নিয়ে গিয়ে তাকালঘাটের দরগায় যায় পরিবার। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয় নি। এরপরই পরিবারের লোকেরা পালিয়ে যান। হাসপাতালের এক নিরাপত্তারক্ষীর তোলা ছবি দেখে পুলিশ অভিযুক্তদের সন্ধান পায়। এরপর তাঁদের গ্রেফতার করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version