আর সহ্য করা যাচ্ছিল না, এবার তাই চরম সিদ্ধান্ত নিল গৃহবধূ। নিজেকে শেষ করে দেওয়ার আগে একটি ভিডিও করে সবটা জানিয়ে দিয়ে যান- যা ভাইরাল হয়েছে। মৃতার নাম মনদীপ কৌর (Mandeep Kaur)। তাঁর মৃত্যুর পর থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া (Social Media)। পণ নেওয়া যেখানে অপরাধ সেখানে ১৫ লক্ষ টাকা দাবি করে দিনের পর দিন গৃহবধূর উপর অত্যাচার করার অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে। না এত শারীরিক মানসিক নির্যাতন মেনে নিতে পারেন নি তিনি। তাই জীবনের লড়াই থেকে আত্মসমর্পণ করলেন মনদীপ কৌর (Mandeep Kaur)।

প্রবাসী মহিলার উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠল সোশ্যাল মিডিয়ায়। ‘দ্য কৌর মুভমেন্ট’ (The Kaur Movement)ঘিরে সরব নেটিজেনরাও। মা মরা দুই কন্যাসন্তানের সুবিচারের দাবি করছেন সকলে। ২০২২ এর মধ্য গগনে এসেও এখনও সমাজে পুত্র সন্তানের দাবি, বিয়ের পণ না পেলে অত্যাচার – এই সব কিছুই সাক্ষী নেটদুনিয়া। তাই নিজেকে শেষ করে দেওয়ার আগে নিজের যন্ত্রণার কথা গুলো সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন মনদীপ। ২০১৫ সালে বিয়ে হয় তাঁর। উত্তরপ্রদেশের (Uttar Pardesh)বিজনৌর জেলার রণজোধবীরের সিংয়ের সঙ্গে সাত পাক ঘুরে সারা জীবন কাটানর স্বপ্ন দেখেছিলেন তিনি। আমেরিকায় ট্রাক চালাতেন রণজোধবীর। বিয়ের পর প্রবাসেই সংসার পাতেন মনদীপ-রণজোধবীর । আর সেখানেই মুখোশ পরা অত্যাচারীদের স্বরূপ ধরা পড়ে যায়। পুত্র সন্তানের দাবি করা হয়, ১৫ লক্ষ টাকা পণের জন্য চলে নির্মম অত্যাচার।
মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিওতে মনদীপ জানিয়েছেন, “সব কিছু সহ্য করেছি, ভেবেছি, এক দিন তিনি বদলে যাবেন। আট বছর হয়ে গেল। রোজ আর মার খেতে পারছি না।” মৃত্যুর আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন, “আমার মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির সদস্য এবং স্বামী দায়ী। ওরা আমাকে বাঁচতে দিল না। ৮ বছর ধরে প্রতিদিন আমাকে মারধোর করা হয়েছে।” এই ভিডিও সমাজের দিকে একরাশ প্রশ্ন তুলে দিল আবারও।
