পাখির চোখ ২০২৪ লোকসভা ভোট। তার আগে বছর পেরোলেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। সংগঠনকে নতুন করে ঢেলে সাজাতে তার আগে একের পর এক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি বার্তা তিনি দলের সকলকে দিচ্ছেন, তা হল পঞ্চায়েত ভোটে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে। কোনওরকম গাজোয়ারি চলবে না। টিকিট বন্টনের ক্ষেত্রেও স্বচ্ছতা রাখতে হবে। byদলের মধ্যে দলবাজি চলবে না।
নদিয়ার বৈঠকে দুই দলীয় বিধায়ক তাপস সাহা ও মানিক ভট্টাচার্যকে দেখা যায়নি বলেই খবর।
অন্যদিকে, কোচবিহারে জেলা নেতৃত্বকেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক। একটি নির্দিষ্ট জেলা দলীয় কার্যালয় করতে বলেছেন এতদিন সেখানে জেলার কেন্দ্রীয় কোনও নির্দিষ্ট কোনও কার্যালয় ছিল না বলেই জানা গিয়েছে।