বিনোদন জগতের (entertainment industry) তারকাদের সঙ্গে বিতর্ক ( celebrity controversy) যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। মিডিয়ার মাধ্যমে সবথেকে বেশি আলোচনার শিরোনামে উঠে আসেন তাঁরা। আবার সেই মিডিয়ার সঙ্গেই খারাপ ব্যবহার করে বিতর্কের জন্ম দেন সেলিব্রেটিরা। সলমান খান থেকে শুরু করে জয়া বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে করিনা কাপুর , বারবার মিডিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়েছে এনাদের নাম। এবার বচসায় জড়ালেন আর এক বলি তারকা তাপসী পান্নু (Taapsee Pannu)। রীতিমতো ভদ্রতা শেখালেন পাপারাৎজ্জিদের। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও (viral video) ।

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সোমবার তাঁর পরবর্তী ছবি দোবারা-র (Dobaaraa) প্রচারে সিনেমার প্রচারে গিয়ে পাপারাৎজ্জিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দেখা যায় মুম্বইয়ের মিঠিবাই কলেজে (Mithibai College) গেছিলেন নিজের ছবির প্রচার করতে গেছিলেন অভিনেত্রী। গাড়ি থেকে নেমে সোজা আয়োজকদের দিকে এগিয়ে যান তাপসী। সেই সময় বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন পাপারাৎজ্জিরা। অভিনেত্রী তাদের দিকে না তাকিয়ে সোজা মূল অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে যান। এরপর সেখানে উপস্থিত পাপারাৎজ্জিরা তাকে একটু দাঁড়াতে অনুরোধ করেন এবং বলেন যে তিনি দেরি করে এসেছেন। এতেই মেজাজ হারান তাপসী। কথায় কথায় বচসায় জড়িয়ে পড়েন তিনি। সেখানে উপস্থিত মিডিয়ার লোকেদের ভদ্রতা শিখে নেওয়ায় কথাও বলেন তিনি। এরপরই ভাইরাল হয় সেই ভিডিও।