Sunday, November 16, 2025

মোহনবাগান বলেই মায়ের কথা মনে পড়ে: ক্লাব তাঁবু উদ্বোধনে নস্টালজিক মুখ্যমন্ত্রী

Date:

৫৮ বছর পর অত্যাধুনিক মোহনবাগান তাঁবুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, এই অনুষ্ঠানে গিয়ে নস্টালজিক মুখ্যমন্ত্রী। স্মরণ করেন তাঁর মায়ের কথা। বলেন, মোহনবাগান (Mohun Bagan Athletic Club) বললেই মায়ের কথা মনে পড়ে। কারণ, তিনি ছিলেন মোহনবাগানের কট্টর সমর্থক। তবে, এখন সব বদলে গিয়েছে বলে মন্তব্য করে মমতা বলেন, তাঁর একভাই দাদা এখন ইস্টবেঙ্গলের সমর্থক। আর মুখ্যমন্ত্রী স্বয়ং কোন দলের সমর্থক? মমতা জানান, তিনি মোহনবাগানের পাশাপাশি মহামেডান ক্লাবের (Mahamedan Sporting Club) সমর্থক। ছোট যে সব ক্লাব রয়েছে তিনি তাদের পাশে আছেন।

এদিনের অনুষ্ঠানে নস্টালজিক হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বলেন, তাঁর ছোটবেলায় কিংবদন্তি ফুটবল তারকা পেলে এসেছিলেন খেলতে। হঠাৎ মমতা দেখেন তাঁর মা কালীবাড়িতে পুজো পাঠাচ্ছেন। মোহনবাগানের খেলা হলেই মুখ্যমন্ত্রীর মা কালীবাড়িতে পুজো পাঠাতেন আর খেলার সময় রেডিও নিয়ে বসে পড়তেন। সেইসব দিনের কথা স্মরণ করে মমতা বলেন, শতাব্দী প্রাচীন মোহনবাগান খেলার মধ্য দিয়ে মানুষের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার ঘটিয়েছিল। বাংলায় নবজাগরণের জন্ম। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মিশে গিয়েছিল ফুটবল খেলা। মোহনবাগানের ইতিহাস কেউ ভুলবে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সবাইকে অভিনন্দন জানান। একইসঙ্গে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবেরও ভূয়সী প্রশংসা করেন মমতা। “ক্লাবগুলোকে কেন্দ্র করে খেলাধুলা, সংস্কৃতি সব হয়। মোহনবাগানের তুলনা সে নিজেই। মোহনবাগানের মাটি সোনার চেয়েও খাঁটি।” এদিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মোহনবাগান ক্লাবের আজীবন সদস্য পদ দেওয়া হয়।

বিধানসভা নির্বাচনের আগে জয়প্রিয় হয় তৃণমূলের “খেলা হবে” স্লোগান। সেই স্লোগানের কথা তুলে মমতা বলেন, “খেলা হবে কেন বলেছিলাম? জীবনটাই তো খেলার। জন্ম হবে জানি, মৃত্যু কবে জানি না। যতদিন বেঁচে থাকব জীবনটাই খেলতে খেলতে কেটে যাবে।“ রাখী পূর্ণিমার আগে ‘দিদি’ হিসেবে ক্লাবকে ৫০ লক্ষ টাকা অনুদানও ঘোষণা করেন মমতা। একই সঙ্গে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী অচিন্ত্য শিউলিকে ৫ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ জয়ী সৌরভকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। নতুন করে সেজে ওঠা এই সবুজ-মেরুন তাঁবুরই উদ্বোধনে সবুজ-মেরুন পাড়ের শাড়ি পরে পৌঁছেছিলেন তিনি। ঢাক বাজিয়ে তাঁকে ক্লাবে স্বাগত জানানো হয়। ক্লাবের খুদে সমর্থকদের সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী।

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version