Thursday, December 4, 2025

অনুব্রত গ্রেফতারের পরেই এক সপ্তাহের ছুটিতে গেলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী

Date:

Share post:

অনুব্রত গ্রেফতারের পরেই এক সপ্তাহের ছুটিতে গেলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী।গত মঙ্গলবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বেড রেস্টের পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওই চিকিৎসক। তারপরেই তিনি বিস্ফোরক দাবি করেন যে তাঁকে দিয়ে জোর করে অনুব্রত মণ্ডলকে বেড রেস্টে থাকার পরামর্শ লিখিয়ে নেওয়া হয়েছিল।

এক সপ্তাহের ছুটিতে যাওয়ার কারণ প্রসঙ্গে ওই চিকিৎসক জানিয়েছেন, ‘মানসিক অবস্থা ভালো নয়’  তাই তিনি ছুটিতে যাচ্ছেন। একই সঙ্গে অন্যায়ের সঙ্গে তিনি কোনওদিন আপোস করেননি, করবেনও না বলে দাবি করেছেন।

ইতিমধ্যে বৃহস্পতিবার সকালে হঠাৎই বোলপুরে অনুব্রতর বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন ১০০-এর কাছাকাছি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। নিজের গাড়িতে উঠেই সিবিআই কনভয় বেষ্টিত হয়ে বেরিয়ে যান অনুব্রত। গ্রেফতার করা হয় অনুব্রতকে। তার মধ্যেই আসে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান। যিনি বলেছিলেন, আসলে অনুব্রতর সিবিআই জিজ্ঞাসাবাদের সামনে হাজির না হাওয়ার কোনও কারণ নেই। যথেষ্ট চিকিৎসা পরিষেবা রেখে অনুব্রতকে জিজ্ঞাসা করতে পারে সিবিআই।

আর তার পরেই ওই চিকিৎসককে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। চিকিৎসকের কথায়, ‘মনে হয়েছিল সাধারণ মানুষের চোখে আমি হেয় হয়ে গেলাম। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপোস করিনি। বরাবরই অন্যায়ের প্রতিবাদ করেছি। মেরুদণ্ড বাঁকাতে পারব না।’

 

 

 

 

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...