Friday, November 14, 2025

অনুব্রত গ্রেফতারের পরেই এক সপ্তাহের ছুটিতে গেলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী

Date:

অনুব্রত গ্রেফতারের পরেই এক সপ্তাহের ছুটিতে গেলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী।গত মঙ্গলবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বেড রেস্টের পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওই চিকিৎসক। তারপরেই তিনি বিস্ফোরক দাবি করেন যে তাঁকে দিয়ে জোর করে অনুব্রত মণ্ডলকে বেড রেস্টে থাকার পরামর্শ লিখিয়ে নেওয়া হয়েছিল।

এক সপ্তাহের ছুটিতে যাওয়ার কারণ প্রসঙ্গে ওই চিকিৎসক জানিয়েছেন, ‘মানসিক অবস্থা ভালো নয়’  তাই তিনি ছুটিতে যাচ্ছেন। একই সঙ্গে অন্যায়ের সঙ্গে তিনি কোনওদিন আপোস করেননি, করবেনও না বলে দাবি করেছেন।

ইতিমধ্যে বৃহস্পতিবার সকালে হঠাৎই বোলপুরে অনুব্রতর বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন ১০০-এর কাছাকাছি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। নিজের গাড়িতে উঠেই সিবিআই কনভয় বেষ্টিত হয়ে বেরিয়ে যান অনুব্রত। গ্রেফতার করা হয় অনুব্রতকে। তার মধ্যেই আসে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান। যিনি বলেছিলেন, আসলে অনুব্রতর সিবিআই জিজ্ঞাসাবাদের সামনে হাজির না হাওয়ার কোনও কারণ নেই। যথেষ্ট চিকিৎসা পরিষেবা রেখে অনুব্রতকে জিজ্ঞাসা করতে পারে সিবিআই।

আর তার পরেই ওই চিকিৎসককে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। চিকিৎসকের কথায়, ‘মনে হয়েছিল সাধারণ মানুষের চোখে আমি হেয় হয়ে গেলাম। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপোস করিনি। বরাবরই অন্যায়ের প্রতিবাদ করেছি। মেরুদণ্ড বাঁকাতে পারব না।’

 

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version