Friday, August 22, 2025

অনুব্রত গ্রেফতারের পরেই এক সপ্তাহের ছুটিতে গেলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী

Date:

অনুব্রত গ্রেফতারের পরেই এক সপ্তাহের ছুটিতে গেলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী।গত মঙ্গলবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বেড রেস্টের পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওই চিকিৎসক। তারপরেই তিনি বিস্ফোরক দাবি করেন যে তাঁকে দিয়ে জোর করে অনুব্রত মণ্ডলকে বেড রেস্টে থাকার পরামর্শ লিখিয়ে নেওয়া হয়েছিল।

এক সপ্তাহের ছুটিতে যাওয়ার কারণ প্রসঙ্গে ওই চিকিৎসক জানিয়েছেন, ‘মানসিক অবস্থা ভালো নয়’  তাই তিনি ছুটিতে যাচ্ছেন। একই সঙ্গে অন্যায়ের সঙ্গে তিনি কোনওদিন আপোস করেননি, করবেনও না বলে দাবি করেছেন।

ইতিমধ্যে বৃহস্পতিবার সকালে হঠাৎই বোলপুরে অনুব্রতর বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন ১০০-এর কাছাকাছি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। নিজের গাড়িতে উঠেই সিবিআই কনভয় বেষ্টিত হয়ে বেরিয়ে যান অনুব্রত। গ্রেফতার করা হয় অনুব্রতকে। তার মধ্যেই আসে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান। যিনি বলেছিলেন, আসলে অনুব্রতর সিবিআই জিজ্ঞাসাবাদের সামনে হাজির না হাওয়ার কোনও কারণ নেই। যথেষ্ট চিকিৎসা পরিষেবা রেখে অনুব্রতকে জিজ্ঞাসা করতে পারে সিবিআই।

আর তার পরেই ওই চিকিৎসককে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। চিকিৎসকের কথায়, ‘মনে হয়েছিল সাধারণ মানুষের চোখে আমি হেয় হয়ে গেলাম। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপোস করিনি। বরাবরই অন্যায়ের প্রতিবাদ করেছি। মেরুদণ্ড বাঁকাতে পারব না।’

 

 

 

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version