Friday, January 16, 2026

Entertainment: ৪ বছর পর ফিরল ব্যোমকেশ, জমজমাট হত্যামঞ্চের রহস্য

Date:

Share post:

বৃষ্টির মরসুমে জমজমাট রহস্য গল্প! প্রায় ৪ বছর পর বড় পর্দায় ফিরলেন সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ বিশুপাল বধ’ গল্প অবলম্বনে পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) দর্শকদের উপহার দিলেন ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ (Byomkesh Hatyamancha)। আজ ১১ অগস্ট সিল্ভার স্ক্রিনে মুক্তি পেল এই ছবি। সকাল থেকেই শুভেচ্ছার বন্যা অনস্ক্রিন ব্যোমকেশ আর সত্যবতীর সোশ্যাল মিডিয়া পেজে। তারকাখচিত সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি শপিং মলে জমজমাট প্রিমিয়ার। কলাকুশলীরা সবাই হাজির, অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাফল্য উদযাপনের আনন্দ যেন ধরা পড়ল পরিচালক অরিন্দম শীলের চোখে মুখে।

১৯৭১-এর নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে গল্প সঙ্গে আছে থিয়েটারের মঞ্চকে ঘিরে ঘনীভূত হতে থাকা রহস্য। ‘হর হর ব্যোমকেশ’ হোক বা ‘ব্যোমকেশ গোত্র’- অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশ ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। ভরা প্রেক্ষাগৃহে নাটক চলাকালীন একটি খুন আর সেখানেই হাজির সত্যান্বেষী। খুনের নেপথ্যে কে বা কারা, সেই রহস্য উন্মোচনেই ব্যস্ত হয়ে পড়েন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি গোয়েন্দা। প্রিমিয়ারে এসে উচ্ছ্বসিত সোহিনী সরকার (Sohini Sarkar) জানান ব্যোমকেশ তার নিজের বড় পছন্দের। ছবি নিয়ে আশাবাদী স্বয়ং আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। তিনি মনে করেন বইয়ে ব্যোমকেশকে পড়া ও তাকে পর্দায় ফুটিয়ে তোলা সম্পূর্ণ আলাদা। পাঠক ও দর্শক-মনে ব্যোমকেশের জায়গা বরাবরই স্পেশ্যাল। সেভাবেই তিনি চরিত্রের মতো করে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ফের আবির-সোহিনীর জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক। অরিন্দমের আগের ছবিগুলিতে ব্যোমকেশের বন্ধু এবং সহযোগী অজিতের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী ও রাহুল বন্দ্যোপাধ্যায়। এবার আছেন সুহত্র মুখোপাধ্যায় (Suhatra Mukhopadhayay)। অরিন্দম শীলের টিমের সদস্য হতে পেরে দারুণ খুশি তিনি। প্রথমবার ব্যোমকেশ সিরিজে অভিনেত্রী পাওলি দাম (Paoli dam)। মজার বিষয় হল, কয়েক বছর আগে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ঘোষণা করা একটি ছবিতে ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতীর ভূমিকায় তাঁর অভিনয় করার বিষয় শোনা গিয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে অভিনয় করার কথা ছিল। ছবির আনুষ্ঠানিক ঘোষণা হলেও, শেষ পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি সেই ছবি। তবে এবার ব্যোমকেশ সিরিজের মেম্বার তিনি। এই ছবির সম্পদ বিক্রম ঘোষের (Bikram Ghosh)সঙ্গীত। অরিন্দম – বিক্রম জুটি ক্রমেই টলিউডে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। প্রেম আর বিশ্বাসঘাতকতাকে নজরে রেখে হত্যা রহস্যের উন্মোচনে ব্যোমকেশ কতটা সাফল্য পায় এখন সেটাই জানাবে বক্স অফিস রিপোর্ট।

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...