Monday, November 10, 2025

Entertainment: ৪ বছর পর ফিরল ব্যোমকেশ, জমজমাট হত্যামঞ্চের রহস্য

Date:

বৃষ্টির মরসুমে জমজমাট রহস্য গল্প! প্রায় ৪ বছর পর বড় পর্দায় ফিরলেন সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ বিশুপাল বধ’ গল্প অবলম্বনে পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) দর্শকদের উপহার দিলেন ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ (Byomkesh Hatyamancha)। আজ ১১ অগস্ট সিল্ভার স্ক্রিনে মুক্তি পেল এই ছবি। সকাল থেকেই শুভেচ্ছার বন্যা অনস্ক্রিন ব্যোমকেশ আর সত্যবতীর সোশ্যাল মিডিয়া পেজে। তারকাখচিত সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি শপিং মলে জমজমাট প্রিমিয়ার। কলাকুশলীরা সবাই হাজির, অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাফল্য উদযাপনের আনন্দ যেন ধরা পড়ল পরিচালক অরিন্দম শীলের চোখে মুখে।

১৯৭১-এর নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে গল্প সঙ্গে আছে থিয়েটারের মঞ্চকে ঘিরে ঘনীভূত হতে থাকা রহস্য। ‘হর হর ব্যোমকেশ’ হোক বা ‘ব্যোমকেশ গোত্র’- অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশ ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। ভরা প্রেক্ষাগৃহে নাটক চলাকালীন একটি খুন আর সেখানেই হাজির সত্যান্বেষী। খুনের নেপথ্যে কে বা কারা, সেই রহস্য উন্মোচনেই ব্যস্ত হয়ে পড়েন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি গোয়েন্দা। প্রিমিয়ারে এসে উচ্ছ্বসিত সোহিনী সরকার (Sohini Sarkar) জানান ব্যোমকেশ তার নিজের বড় পছন্দের। ছবি নিয়ে আশাবাদী স্বয়ং আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। তিনি মনে করেন বইয়ে ব্যোমকেশকে পড়া ও তাকে পর্দায় ফুটিয়ে তোলা সম্পূর্ণ আলাদা। পাঠক ও দর্শক-মনে ব্যোমকেশের জায়গা বরাবরই স্পেশ্যাল। সেভাবেই তিনি চরিত্রের মতো করে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ফের আবির-সোহিনীর জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক। অরিন্দমের আগের ছবিগুলিতে ব্যোমকেশের বন্ধু এবং সহযোগী অজিতের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী ও রাহুল বন্দ্যোপাধ্যায়। এবার আছেন সুহত্র মুখোপাধ্যায় (Suhatra Mukhopadhayay)। অরিন্দম শীলের টিমের সদস্য হতে পেরে দারুণ খুশি তিনি। প্রথমবার ব্যোমকেশ সিরিজে অভিনেত্রী পাওলি দাম (Paoli dam)। মজার বিষয় হল, কয়েক বছর আগে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ঘোষণা করা একটি ছবিতে ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতীর ভূমিকায় তাঁর অভিনয় করার বিষয় শোনা গিয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে অভিনয় করার কথা ছিল। ছবির আনুষ্ঠানিক ঘোষণা হলেও, শেষ পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি সেই ছবি। তবে এবার ব্যোমকেশ সিরিজের মেম্বার তিনি। এই ছবির সম্পদ বিক্রম ঘোষের (Bikram Ghosh)সঙ্গীত। অরিন্দম – বিক্রম জুটি ক্রমেই টলিউডে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। প্রেম আর বিশ্বাসঘাতকতাকে নজরে রেখে হত্যা রহস্যের উন্মোচনে ব্যোমকেশ কতটা সাফল্য পায় এখন সেটাই জানাবে বক্স অফিস রিপোর্ট।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version