Sunday, August 24, 2025

স্বাস্থ্যপরীক্ষার পর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে অনুব্রত, শুরু হবে জেরা

Date:

স্বাস্থ্যপরীক্ষা করাতে নিজাম প্যালেস থেকে আলিপুরে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া  হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। হাসপাতালে ঢোকার সময় কোনও কথা বলেননি অনুব্রত।আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের ১ ঘণ্টা ৫০ মিনিট স্বাস্থ্যপরীক্ষা করানো হয়।

সব পরীক্ষা-নিরীক্ষার পর কমান্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন, কিছু শারীরিক সমস্যা থাকলেও এই মুহূর্তে অনুব্রতর হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই।আগে যে সব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, সেসব খতিয়ে দেখেন চার সদস্যের মেডিকেল বোর্ড। ওই বোর্ডে ছিলেন শল্যচিকিৎসা বিভাগ, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- এবার বাড়ি ভাড়ায় ১৮ শতাংশ জিএসটি, দুশ্চিন্তায় ভাড়াটেরা

বৃহস্পতিবার আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিশচুলার সমস্যা রয়েছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। সে কারণেই মেডিক্যাল বোর্ডে রাখা হয়েছিল এক জন শল্যচিকিৎসক, যিনি ফিশচুলার অবস্থা খতিয়ে দেখেন। শ্বাসকষ্টের বিষয়টি খতিয়ে দেখার জন্য বোর্ডে ছিলেন এক জন কার্ডিওলজিস্ট। আগের সব রিপোর্ট খতিয়ে দেখা হয়। সকাল থেকে তাকে জেরা করতে পারেনি সিবিআই। যদিও তার জন্য একাধিক প্রশ্নমালা তৈরি রাখা হয়েছে। হাসপাতাল থেকে ফের নিজাম প্যালেসে অনুব্রতকে ফিরিযে আনা হয় কড় নিরাপত্তার মধ্য দিয়ে।স্বাস্থ্যপরীক্ষার পর এবার অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই।

গরুপাচার মামলায় ১১ অগস্ট, বৃহস্পতিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। ওই দিন বিকেল ৫টায় অনুব্রতকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। বৃহস্পতিবার গভীর রাতে আসানসোল থেকে গাড়িতে অনুব্রতকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই। ৪৮ ঘণ্টা অন্তর অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version