Thursday, May 8, 2025

“আচ্ছা, ও কি এই জেলেই আসবে?” অনুব্রতর গ্রেফতারির খবরে কারারক্ষীদেরকে প্রশ্ন পার্থর

Date:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। ইডি হেফাজত শেষে আপাতত তিনি প্রেসিডেন্সি জেলের বাসিন্দা। প্রথম কয়েকদিন নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হলেও এখন কিছুটা থিতু পার্থ। কারণ, তিনিও সম্ভবত বুঝেছেন, এই ঠিকানাতেই এখন থাকতে হবে তাঁকে। আইনি পথে এখনই বের হওয়াটা একেবারেই সহজ নয় তাঁর পক্ষে। মানসিকভাবে নিজেকে সেইমতো তৈরি করছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ত্রিপুরায় অব্যাহত সন্ত্রাস, ইটের আঘাতে বিধায়ক সুদীপ রায়বর্মনের মাথা ফাটল

প্রেসিডেন্সি জেলে বসেই একসময়কার রাজনৈতিক সতীর্থ অনুব্রত মণ্ডলের গ্রেফতারির খবর যায় পার্থর কানে। জানা যাচ্ছে, এমন খবর শুনে পার্থ কারারক্ষীদের জিজ্ঞাসা করেন, “আচ্ছা, অনুব্রত কি এই জেলেই আসবে?”

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতারের ২০দিনের মধ্যে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। অনুব্রতর ১০দিন সিবিআই হেফাজত হয়েছে। ২০ আগস্ট ফের তাঁকে আদালতে তোলা হবে। ততদিন পর্যন্ত নিজাম প্যালেস ঠিকানা অনুব্রতর। ১০দিন পর ফের একদফায় তাঁর সিবিআই হেফাজত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর সিবিআই হেফাজত শেষে যদি জেল হেফাজত হয়, সেক্ষেত্রে প্রেসিডেন্সিতে পার্থর প্রতিবেশি হতে পারেন অনুব্রত। যদি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়, তাহলে আলাদা বিষয়।

এদিকে, আসানসোল টু নিজাম প্যালেস। কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রায় সাড়ে সাত ঘণ্টার পথ পেরিয়ে মধ্যরাতে অনুব্রতকে নিয়ে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসে আটটি গাড়ির কনভয়। রাত ২.৪৫ মিনিট নাগাদ অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসে ঢোকেন সিবিআইয়ের তদন্তকারীরা। তার আগেই অবশ্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় নিজাম প্যালেস। আপাতত ১০দিন এখানেই তাঁর জেরা চলবে।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version