Thursday, August 28, 2025

৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক, হতাশ কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে মরিয়া বঙ্গ বিজেপি

Date:

একুশের বিধানসভা ভোটে কুৎসা, অপপ্রচারকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিল বিজেপি। মুখ থুবড়ে পড়েছিল। এরপর বঙ্গ বিজেপির বিভিন্নস্তরের সংগঠনে ভাঙন ধরে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। দলের মধ্যে একাধিক লবি। সেই জায়গা থেকে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া গেরুয়া শিবির। তাই শাসক দলের নেতা-মন্ত্রীদের দুর্নীতি এখন হাতিয়ার বিজেপির। এবার সেই হাতিয়ারে শান দিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আগামী ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। ফলে পুজোর আগে ফের উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি।

এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির গ্রেফতারের পর এখন জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গরুপাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। এই ইস্যুকে সামনে রেখে দলের হতাশ কর্মীদের উজ্জীবিত করতে শুক্রবার বিজেপি নেতৃত্বের তরফে জানান হয়েছে, “মার খাওয়ার দিন চলে গিয়েছে। লড়াই করতে হবে। পার্টি আপনাদের হয়ে মামলা করবে।” নবান্ন অভিযানের ডাক দিয়ে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই বাংলার বুকে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে পদ্মশিবির।

এদিকে অনুব্রত ইস্যুতে গতকাল, বৃহস্পতিবার আসানসোল দেখল বাম-বিজেপি-কংগ্রেসের রামধনু জোট। ওইদিন আদালত চত্বরে পৌঁছে যান সিপিএমের নেতা-কর্মী-সমর্থকরা হাতে হাতে নকুল দানা।ল, প্ল্যাকার্ডে ‘চড়াম চড়াম’ লিখে অনুব্রতকে কটাক্ষ করে। আবেগে আনন্দে নাচতে থাকেন গেরুয়া সমর্থক মহিলারা। সিপিএমের চড়াম চড়াম ঢাকের তালে নাচেন বিজেপির মহিলা সমর্থকরা। অনুব্রত গ্রেপ্তার ইস্যুতে আসানসোলে বাম-বিজেপি যেভাবে আবেগ-আনন্দ-উচ্ছ্বাস প্রকাশের ঐক্য দেখাল, তা বাংলার রাজনীতিতে এক বিরল দৃশ্য!

আরও পড়ুন- Tamil Nadu: দলিত হওয়ায় চেয়ারে বসার অধিকার নেই, মেঝেতে ঠাঁই পঞ্চায়েত প্রতিনিধিদের

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version