Thursday, August 28, 2025

মমতাকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়লেন সর্বভারতীয় সহ-সভাপতি পবন বর্মা

Date:

বিহার রাজনীতিতে হাওয়া বদলেছে। অতীতের তিক্ততা ভুলে জোট বেঁধেছে জেডিইউ-আরজেডি। এবার তারই প্রভাব পড়ল বাংলায়। বিহারে খেলা ঘুরতেই তৃণমূল ছাড়লেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি পবন বর্মা(Paban Varma)। শুক্রবার টুইট করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে নিজের দলত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।

নিজের দল ত্যাগের কথা ঘোষণা করে এদিন টুইটারে পবন লেখেন, “তৃণমূল থেকে আমার ইস্তফাপত্রটি গ্রহণ করুন। আপনি যেভাবে আমাকে তৃণমূলে স্বাগত জানিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমাকে যে সৌজন্য দেখিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন সেজন্যও আপনাকে ধন্যবাদ। আগামী দিনেও আপনার সঙ্গে যোগাযোগ রাখব। শুভেচ্ছা রইল।” যদিও দলত্যাগের কারণ তিনি স্পষ্ট না করলেও রাজনৈতিক মহলের দাবি বিহারে পট পরিবর্তনই এই দলত্যাগের কারণ। তৃণমূলে যোগ দেওয়ার আগে জেডিইউতে(JDU) ছিলেন বিহারের এই নেতা। তবে নীতীশ বিজেপির সম্পর্ক একেবারেই মেনে নেননি পবন। ২০২০ সালে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গেই দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।

এরপর ২০২১ সালের নভেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে উত্তরীয় পরিয়ে দলে অভ্যর্থনা জানান। শুধু তাই নয়, তাঁকে দেওয়া হয় দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদ। একইসঙ্গে গোয়ায় সংগঠন বাড়ানোর ক্ষেত্রে, এবং জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও নেন তিনি। এবার অবশ্য জেডিইউ-আরজেডি এক সুতোয় বাঁধা পড়তে তৃণমূল ছাড়লেন পবন।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version