Wednesday, December 3, 2025

Partha Chatterjee: পা-পিঠে অসহ্য যন্ত্রণা, পার্থকে জেলে ব্যায়ামের পরামর্শ চিকিৎসকদের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারির পর আপাতত জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শনিবার প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছে গিয়েছিলেন অর্থপেডিক, মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, ডেন্টিস্ট সহ আট জন চিকিৎসকের একটি দল। প্রায় তিন ঘণ্টা সেখানে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা নিরিক্ষার পর তাঁকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বদল করা হয়েছে বেশ কয়েকটি ওযষুধেরও। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের শোয়ার ধরন বদল করার পরামর্শও দেওয়া হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গত ২৩ জুলাই গ্রেফতার হওয়ার পরই শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে (Cardiology Department, SSKM) ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। এরপরই হাইকোর্টের দেওয়া নির্দেশ মতো অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর AIIMS’এ নিয়ে যাওয়া হয়। ভুবনেশ্বর এইমস জানিয়ে দেয় হাসপাতালে ভর্তি করার মত শারীরিক অসুস্থতা পার্থ চট্টোপাধ্যায়ের নেই। এরপর ফের তাঁকে নিয়ে কলকাতায় ফেরে ইডি।

জেল সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায় বারবার দাবি করছেন যে, জেল হাসপাতালে তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না। বিষয়টি আইনজীবীকেও জানান পার্থ। জেল সুপারকে দেওয়া রিপোর্টে জেলের চিকিৎসক দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের যে শারীরিক সমস্যা রয়েছে তার চিকিৎসা জেলে থেকে সম্ভব নয়। সেই রিপোর্ট কারা দফতর ঘুরে যায় নবান্নে। সেখান থেকে রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ ২৪ পরগনার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। তাঁর নির্দেশেই পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করতে প্রেসিডেন্সি জেলে যায় ৮ জন চিকিৎসকের মেডিকেল টিম। দলে ছিলেন কার্ডিওলজি, মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা। পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে কোথায় কী সমস্যা রয়েছে, তার প্রতিটি খুঁটিনাটি বিষয়ে শনিবার দুপুরে জানতে চান চিকিৎসকরা। বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয় তাঁর। তাঁকে বেশ কিছু ওষুধ বদল করার কথাও বলা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায়ের কোমরে ও পায়ে ব্যাথা রয়েছে। পা ফোলার সমস্যাও রয়েছে। সেগুলি উপশমের জন্য তাঁকে বেশ কিছু ব্যায়ামের কথাও বলা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পড়ুন- বিজেপি ও সিপিএম প্ররোচনা দিচ্ছে, তৃণমূল এটা সহ্য করবে না: সরব সৌগত


 

 

spot_img

Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...