Thursday, November 6, 2025

তেরঙ্গা তখনই উঁচুতে উড়বে যখন প্রত্যেক ভারতীয় উন্নত শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পাবে: কেজরিওয়াল

Date:

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) রাজ্যগুলির বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবাগুলিকে দান-খয়রাতি বলে অভিযোগ করে নিন্দায় সরব। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির দিন মোদির এই বক্তব্যের তীব্র নিন্দা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। স্পষ্ট ভাষায় জানালেন, বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য কোনও খয়রাতি নয়৷ এগুলো মানুষের প্রাপ্য৷

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছত্রশাল স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM) কেজরিওয়াল বলেন, “দেশের ১৩০ কোটি মানুষকে একত্রিত হতে হবে৷ ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা একত্রিত হয়েই ব্রিটিশদের বের করে দিয়েছিলাম। আজ আমরা একত্রিত হয়েই ভারতকে বিশ্বের শীর্ষ দেশ করতে পারি। তেরঙ্গা পতাকা তখনই উঁচুতে উড়বে যখন প্রত্যেক ভারতীয় উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা পাবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সবাইকে অভিনন্দন।” একই সঙ্গে মোদি সরকার কে তোপ দেগে তিনি জানান, “বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য কোনও খয়রাতি নয়৷ এগুলো মানুষের প্রাপ্য৷ এগুলোই একটি দেশের ধনী হওয়ার চাবিকাঠি৷”

রাজ্যগুলির এভাবে বিনামূল্যে সুবিধা দেওয়ার বিষয়ের সমালোচনায় পূর্বেই সড়ক হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অভিযোগ ছিল এই বিনামূল্যের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়েই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এই ইস্যুতে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়। এই ইস্যুতেই এবার মোদি সরকারের বিরোধীতায় সরব হলেন কেজরি।

 

Related articles

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ স্মৃতিদের, মোদীর কাছে সুন্দর ত্বকের রহস্য জানতে চাইলেন হরলীন

রাষ্ট্রপতি মুর্মুর( Droupadi Murmu) সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা । বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে ক্রিকেটার  সঙ্গে...

ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বহরমপুরে

নাম ছিল না ২০০২ সালের ভোটার লিস্টে(Voter list) আর সেই আতঙ্কেই বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন...

ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ

লেক থানা (Lake Police Station) এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা...

হতভম্ব পুলিশ! নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্নদেহ উদ্ধার

বৃহস্পতিবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নয়ডার (Noida) এক অভিজাত এলাকা। আজ, সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার...
Exit mobile version