Thursday, August 28, 2025

তেরঙ্গা তখনই উঁচুতে উড়বে যখন প্রত্যেক ভারতীয় উন্নত শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পাবে: কেজরিওয়াল

Date:

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) রাজ্যগুলির বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবাগুলিকে দান-খয়রাতি বলে অভিযোগ করে নিন্দায় সরব। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির দিন মোদির এই বক্তব্যের তীব্র নিন্দা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। স্পষ্ট ভাষায় জানালেন, বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য কোনও খয়রাতি নয়৷ এগুলো মানুষের প্রাপ্য৷

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছত্রশাল স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM) কেজরিওয়াল বলেন, “দেশের ১৩০ কোটি মানুষকে একত্রিত হতে হবে৷ ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা একত্রিত হয়েই ব্রিটিশদের বের করে দিয়েছিলাম। আজ আমরা একত্রিত হয়েই ভারতকে বিশ্বের শীর্ষ দেশ করতে পারি। তেরঙ্গা পতাকা তখনই উঁচুতে উড়বে যখন প্রত্যেক ভারতীয় উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা পাবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সবাইকে অভিনন্দন।” একই সঙ্গে মোদি সরকার কে তোপ দেগে তিনি জানান, “বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য কোনও খয়রাতি নয়৷ এগুলো মানুষের প্রাপ্য৷ এগুলোই একটি দেশের ধনী হওয়ার চাবিকাঠি৷”

রাজ্যগুলির এভাবে বিনামূল্যে সুবিধা দেওয়ার বিষয়ের সমালোচনায় পূর্বেই সড়ক হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অভিযোগ ছিল এই বিনামূল্যের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়েই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এই ইস্যুতে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়। এই ইস্যুতেই এবার মোদি সরকারের বিরোধীতায় সরব হলেন কেজরি।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version