Tuesday, August 26, 2025

২৮ তারিখ মরশুমের প্রথম ডার্বি (Derby)। প্রায় আড়াই বছর পর কলকাতায় বসতে চলেছে ঐতিহ্যবাহী ডার্বির আসর। ২৮ তারিখ ডুরান্ড কাপের (Durand Cup) ম‍্যাচে ইমামি ইস্টবেঙ্গলের (Emami EastBengal) মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। আর সেই ম‍্যাচ ঘিরে বাংলার ফুটবল প্রেমী মানুষের যে আগ্রহ থাকবে তুঙ্গে, তা বলাই বাহুল্য। মরশুমেরে প্রথম ডার্বির জন‍্য প্রথম দফায় অনলাইনে টিকিট ছেড়েছিল ডুরান্ড কতৃপক্ষ। কিন্তু ছাড়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল ডার্বির টিকিট। টিকিট কাটতে না পেরে হতাশ হয়েছিলেন অনেক সমর্থক। এবার তাঁদের জন্য এল সুখবর। ডার্বির টিকিট আরও একবার অনলাইনে বিক্রি সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড কতৃপক্ষ। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে ফের পাওয়া যাবে মরশুমের প্রথম ডার্বির টিকিট। এদিন এমনটাই জানান ডুরান্ড আয়োজকরা।

এদিন ডুরান্ড কাপের আয়োজকদের তরফ থেকে জানান হয়েছে, ডার্বির টিকিটের চাহিদা রয়েছে। তাই আরও একবার অল্প সংখ্যক টিকিট অনলাইনে ছাড়া হচ্ছে। যাঁরা আগেরবার টিকিট কাটতে পারেননি তাঁদের কাছে এবার টিকিট কাটার সুযোগ রয়েছে। তবে একমাত্র অনলাইনে ‘বুক মাই শো’-তে গিয়ে টিকিট কাটা যাবে। যাঁরা ইতিমধ্যে অনলাইনে টিকিট কেটে ফেলেছেন তাঁরা ১৬ থেকে ২২ আগস্টের মধ্যে নিজেদের টিকিট সংগ্রহ করতে পারবেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে।

এদিকে অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাওয়া যাবে ডার্বির টিকিট। ম্যাচের পাঁচ দিন আগে থেকে সেই টিকিট পাওয়া যাবে। যদিও অফলাইনে কতগুলি টিকিট থাকবে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন:Pv Sindhu: ‘মানসিক চাপ কাটাতে ধ‍্যানই আসল ওষুধ’, বললেন সিন্ধু

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version