Sunday, August 24, 2025

প্রেসিডেন্সি সংশোধনাগারে গেলেও পার্থর সঙ্গে দেখা হল না শশী-মালার

Date:

প্রেসিডেন্সি সংশোধনাগার- রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত চর্চিত নাম। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে সেখানেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন ধৃত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। স্বাধীনতা দিবসে দুপুরে প্রথমে মহিলা সংশোধনাগারে ও পরে প্রেসিডেন্সি সংশোধনাগারে যান রাজ্যের শিল্প তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) এবং কলকাতা দক্ষিণের তৃণমূল (TMC) সাংসদ মালা রায় (Mala Ray)। তবে, পার্থর সঙ্গে দেখা হয়নি শশী পাঁজা বা মালা রায়ের। অর্পিতার সঙ্গেও তাঁদের দেখা হয়নি বলে সংশোধনাগার সূত্রে খবর।

প্রথমে প্রেসিডেন্সি সংশোধনাগারে শহিদ বেদিতে মাল্যদান করেন শশী পাঁজা ও মালা রায়। সেখান থেকে তাঁরা যান ঋষি অরবিন্দ সেলে। সেখানে শ্রদ্ধা জানান। এরপর সংশোধনাগারের আবাসিকদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এদিন মুক্তি পেয়েছেন ১০ জন আবাসিক। তাঁদের হাতে শংসাপত্র, ফুল-মিষ্টির প্যাকেট তুলে দেন শশী পাঁজা ও মালা রায়। প্রায় দুঘণ্টা প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকলেও অনুষ্ঠানস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে সেলে শুয়ে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি, কথাও হয়নি শশী বা মালার।

সাংবাদিকদের মুখোমুখি শশী পাঁজা বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচিতেই সংশোধনাগারে এসেছিলেন। গোটা রাজ্যে সংশোধনাগার থেকে এদিন মোট ৯৯ জন মুক্তি পেয়েছেন।

আরও পড়ুন- Pin Code: ১৫ অগাস্ট শুধু স্বাধীনতার দিন নয়, আজ পিন কোডের জন্মদিন


 

 

 

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version