এবার সিবিআইয়ের স্ক্যানারে অনুব্রতর কর্মচারীরা

অনুব্রতর অধীনে কাজ করেন এমন ১২-১৫ জনের সম্পত্তির পরিমাণ চক্ষু চড়কগাছ করে দেওয়ার মতো

গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের স্ক্যানারে অনুব্রতর কর্মচারীরা। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, শুধু দেহরক্ষী সায়গল হোসেন নয়, অনুব্রতর অধীনে কাজ করেন এমন ১২-১৫ জনের সম্পত্তির পরিমাণ চক্ষু চড়কগাছ করে দেওয়ার মতো। এদের মধ্যে রয়েছেন অনুব্রতর চিনার পার্ক ও বোলপুরের বাড়ির কর্মচারীরা। সায়গল ছাড়াও সিবিআইয়ের নজরে রয়েছেন অনুব্রতর অন্য দেহরক্ষীরাও।

অন্যদিকে, আজ স্বাধীনতা দিবসের ছুটি থাকা সত্ত্বেও নিজাম প্যালেসে হাজির গরুপাচার মামলার তদন্তকারী অফিসার-সহ সিবিআই আধিকারিকরা। কারণ, অনুব্রতর মেয়ের নামে একাধিক সম্পত্তির পাশাপাশি এবার আরও একটি কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই। যার শেয়ার ক্যাপিট্যাল ছিল ১ কোটি টাকা, এমনটাই দাবি সিবিআই (CBI)এর । গরু পাচারের টাকা কার কার কাছে গেছে, সেই তথ্য পেতে অনুব্রত মণ্ডলকে টানা জেরা করেছে CBI। অনুব্রত ঘনিষ্ঠ ও বীরভূমের একাধিক থানার অফিসারদের একটি তালিকা তৈরি করে চলছে তদন্ত। সূত্রের খবর, CBI-এর স্ক্যানারে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাও। যে কোনও সময় তাকেও পড়তে হতে পারে সিবিআইয়ের জেরার মুখে ।