গরুপাচার মামলায় এবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ! বুধবারই বোলপুর যাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের

গরুপাচার মামলার তদন্তে নেমে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। আপাতত তাঁকে হেফাজতে নিয়ে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার এই মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mandal) জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সূত্রের খবর, বুধবারই বোলপুরে গিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে অনুব্রতর চাটার্ড অ্যাকাউন্টকেও জিজ্ঞাসবাদ করতে চায় সিবিআই।

গরুপাচার মামলার তদন্তে নেমে এর আগে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গাড়ির চালক ও দেহরক্ষীকে আগেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১০ বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও মাত্র একবার যান অনুব্রত। দশমবারেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে হেফাজতে নিয়ে জেরা চালানো হচ্ছে। সিবিআই সূত্রে খবর, অনুব্রতর বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, যাতে সহ-মালিকানা রয়েছে সুকন্যারও। ইতিমধ্যেই অনুব্রতর মেয়ের নামে রাইস মিল সহ অন্যান্য সম্পত্তির খোঁজ মিলেছে৷ সেই সম্পত্তির সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে অনুব্রতর চাটার্ড অ্যাকাউন্টকেও জিজ্ঞাসবাদ করতে চায় সিবিআই। বুধবারই, তারা বোলপুরে যাওয়ায় সম্ভাবনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

 

Previous articleAIFF-কে নির্বাসিত করায় হতবাক সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি
Next articleFire at Writers Building : মহাকরণে আগুন, গুরুত্বপূর্ণ নথি নষ্ট হবার আশঙ্কা