Sunday, November 16, 2025

প্রয়াত হুগলির প্রাক্তন CPIM সাংসদ রূপচাঁদ পাল (Roopchand Paul)। হুগলি থেকে টানা ৬ বারের সাংসদ (MP) হন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। ৬ মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল প্রবীণ রাজনীতিবিদের। কিন্তু সোমবার রাতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে, মঙ্গলবার ভোর রাতেই তড়িঘড়ি তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বেলা সাড়ে ১১ টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।১৯৫৮ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন রূপচাঁদ পাল। এরপর সিপিআইএম জেলা কমিটির সদস্য থাকার পাশাপাশি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হন বর্ষীয়ান এই রাজনীতিক। CITU-র জেলা সহ সভাপতি থাকার সময় থেকেই তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে (Social Work) যুক্ত ছিলেন। প্রথমে মগড়ায় গোপাল ব্যানার্জি কলেজ এবং পরে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে বাংলায় অধ্যাপনা করিয়েছেন। পরবর্তী সময়ে অধ্যাপনা ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী(Whole Timer) হন তিনি। বাংলা ভাষায় ছিল অগাধ পান্ডিত্য।

এরপর ১৯৮০ সালে লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়ী হয়ে প্রথমবারের জন্য সাংসদ হন তিনি। পরে ১৯৮৪ সালে কংগ্রেস প্রার্থী ইন্দুমতী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপর হুগলিতে কার্যত অপরাজেয় হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। ১৯৮৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ৬ বার সাংসদ হন তিনি। পরে ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগের কাছে পরাজিত হন। তারপর থেকে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

 

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version