Monday, August 25, 2025

প্রয়াত হুগলির প্রাক্তন CPIM সাংসদ রূপচাঁদ পাল (Roopchand Paul)। হুগলি থেকে টানা ৬ বারের সাংসদ (MP) হন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। ৬ মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল প্রবীণ রাজনীতিবিদের। কিন্তু সোমবার রাতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে, মঙ্গলবার ভোর রাতেই তড়িঘড়ি তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বেলা সাড়ে ১১ টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।১৯৫৮ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন রূপচাঁদ পাল। এরপর সিপিআইএম জেলা কমিটির সদস্য থাকার পাশাপাশি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হন বর্ষীয়ান এই রাজনীতিক। CITU-র জেলা সহ সভাপতি থাকার সময় থেকেই তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে (Social Work) যুক্ত ছিলেন। প্রথমে মগড়ায় গোপাল ব্যানার্জি কলেজ এবং পরে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে বাংলায় অধ্যাপনা করিয়েছেন। পরবর্তী সময়ে অধ্যাপনা ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী(Whole Timer) হন তিনি। বাংলা ভাষায় ছিল অগাধ পান্ডিত্য।

এরপর ১৯৮০ সালে লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়ী হয়ে প্রথমবারের জন্য সাংসদ হন তিনি। পরে ১৯৮৪ সালে কংগ্রেস প্রার্থী ইন্দুমতী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপর হুগলিতে কার্যত অপরাজেয় হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। ১৯৮৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ৬ বার সাংসদ হন তিনি। পরে ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগের কাছে পরাজিত হন। তারপর থেকে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version