প্রয়াত হুগলির প্রাক্তন CPIM সাংসদ রূপচাঁদ পাল (Roopchand Paul)। হুগলি থেকে টানা ৬ বারের সাংসদ (MP) হন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। ৬ মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল প্রবীণ রাজনীতিবিদের। কিন্তু সোমবার রাতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে, মঙ্গলবার ভোর রাতেই তড়িঘড়ি তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বেলা সাড়ে ১১ টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
এরপর ১৯৮০ সালে লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়ী হয়ে প্রথমবারের জন্য সাংসদ হন তিনি। পরে ১৯৮৪ সালে কংগ্রেস প্রার্থী ইন্দুমতী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপর হুগলিতে কার্যত অপরাজেয় হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। ১৯৮৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ৬ বার সাংসদ হন তিনি। পরে ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগের কাছে পরাজিত হন। তারপর থেকে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।