Wednesday, August 27, 2025

প্রয়াত হুগলির প্রাক্তন CPIM সাংসদ রূপচাঁদ পাল (Roopchand Paul)। হুগলি থেকে টানা ৬ বারের সাংসদ (MP) হন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। ৬ মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল প্রবীণ রাজনীতিবিদের। কিন্তু সোমবার রাতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে, মঙ্গলবার ভোর রাতেই তড়িঘড়ি তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বেলা সাড়ে ১১ টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।১৯৫৮ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন রূপচাঁদ পাল। এরপর সিপিআইএম জেলা কমিটির সদস্য থাকার পাশাপাশি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হন বর্ষীয়ান এই রাজনীতিক। CITU-র জেলা সহ সভাপতি থাকার সময় থেকেই তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে (Social Work) যুক্ত ছিলেন। প্রথমে মগড়ায় গোপাল ব্যানার্জি কলেজ এবং পরে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে বাংলায় অধ্যাপনা করিয়েছেন। পরবর্তী সময়ে অধ্যাপনা ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী(Whole Timer) হন তিনি। বাংলা ভাষায় ছিল অগাধ পান্ডিত্য।

এরপর ১৯৮০ সালে লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়ী হয়ে প্রথমবারের জন্য সাংসদ হন তিনি। পরে ১৯৮৪ সালে কংগ্রেস প্রার্থী ইন্দুমতী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপর হুগলিতে কার্যত অপরাজেয় হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। ১৯৮৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ৬ বার সাংসদ হন তিনি। পরে ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগের কাছে পরাজিত হন। তারপর থেকে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

 

 

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version