Sunday, November 16, 2025

ওয়াশিংটন সুন্দরের চোট, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার শাহবাজ, খুশি লক্ষ্মী

Date:

বড় খবর। আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ( India Team) সুযোগ পেলেন বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ঘরোয়া ক্রিকেটে লাগাতার অসাধারণ পারফর্মেন্সের পুরষ্কার পেলেন শাহবাজ। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে নেওয়া হল শাহবাজ আহমেদকে। শাহবাজের ভারতীয় দলে সুযোগ হওয়ায় খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে চোট পান ওয়াশিংটন সুন্দর। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলে ছিলেন তিনি। কিন্তু চোট পেয়ে ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় সুযোগ পেলেন শাহবাজ।

ভারতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছসিত শাহবাজ। এদিন তিনি বলেন,” খুবই ভালো লাগছে। সবার কাছেই আশা থাকে দেশের জার্সি পড়ে খেলার। ভারতীয় দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেব। নিজের ১০০ শতাংশ উজার করে দেব। আরসিবির হয়ে খেলার সময়, বাংলার হয়ে খেলার সময় যা যা শিখেছি, তা উজার করে দেব।”

শাহবাজের ভারতীয় দলে ডাক পাওয়া খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি বললেন, “অনেক দিন পর বাংলার কোনও ক্রিকেটার ভারতীয় দলে ডাক পেল। ফাঁড়া কাটল। আশা করব ও ম্যাচ খেলার সুযোগ পাবে, নিজেকে প্রমাণ করতে পারবে।”

২০২২ আইপিএলে শাহবাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন। ১৬ ম্যাচে ২১৯ রান ও চারটি উইকেট নিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে ১৮ ম্যাচে ৪১ এর ব্যাটিং গড় ও ১৯ এর বোলিং গড় রয়েছে শাহবাজের।

আগামী বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া। এরপর শনিবার ও আগামী সোমবার বাকি দুই ওয়ানডে খেলবে ভারত।

আরও পড়ুন:কী করলে উঠবে AIFF থেকে নির্বাসন? উত্তর দিয়েছে FIFA

 

 

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version