Wednesday, November 5, 2025

টেট ফেল করে চাকরি পাওয়ার অভিযোগ সুকন্যার বিরুদ্ধে, আদালতে মামলা দায়ের 

Date:

Share post:

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। সৌমেন নন্দী নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim) জানিয়েছেন সুকন্যা মণ্ডল একাই নন, আরও বেশ কিছু নাম সামনে আনা হয়ে এই নিয়োগ দুর্নীতি মামলায়। আগামিকাল হাইকোর্টে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে।

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সম্পত্তির ওপর ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে সিবিআই। এই নিয়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা (CBI)। এর মাঝেই প্রকাশ্যে এল আরও এক অভিযোগ। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বীরভূমের বোলপুরের কালিকাপুর প্রাইমারি স্কুলের (Kalikapur Primary School) শিক্ষিকা। সেই চাকরি নিয়েই এবার সামনে এল বেনিয়মের অভিযোগ। আইনজীবী ফিরদৌস শামিম বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানান, সুকন্যা টেট পাশ না করেই চাকরি পেয়েছিলেন। সেই সংক্রান্ত নথিও এ দিন আদালতে জমা দিয়েছেন আইনজীবী। এর পাশাপাশি আরও বেশ কয়েকজনের নাম দেওয়া হয়েছে আদালতে। যার মধ্যে আছেন অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, পার্সোনাল অ্যাসিসটেন্ট অর্ঘ দত্ত। এছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ আরও দুজনের নাম প্রকাশ করা হয়েছে মামলাকারীর আইনজীবীর তরফ থেকে। এনারা সবাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ না করেই অন্যায় ভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। প্রত্যেকেরই চাকরি হয়েছে বোলপুর সার্কেলে, এমনটাই সূত্রের খবর। এখানেই শেষ নয় অনুব্রত মণ্ডলের মেয়ে এক দিনের জন্যও স্কুলে হাজিরা দেন নি, বরং রেজিস্ট্রারকে বাড়িতে পাঠানো হত বলে দাবি করেছেন মামলাকারীর আইনজীবী। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাল দুপুর তিনটের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্ট্রার নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের প্রত্যেককে টেট পাশের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র এবং প্রাথমিকে নিয়োগপত্র আদালতে জমা দেওয়ার কথা বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামিকাল হাইকোর্টে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও।

spot_img

Related articles

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...