‘চুরি’ করতে ঢুকে দোকানে আগুন লাগিয়েছে দুষ্কৃতী। এমনই অভিযোগ করলেন দোকান মালিক। প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরা (CC Camera) ফুটেজ। হুগলির (Hoogli) গুড়াপ থানার অন্তর্গত খানপুরে একটি হার্ডওয়ারের দোকানে বুধবার ভোর রাতে আগুন লাগে।

দোকানের মালিকের অভিযোগ, রাতে দোকানের পিছনের দিক দিয়ে ঢোকে দুষ্কৃতী। সেই দোকানে ডুকে আগুন লাগিয়েছে। দোকানের সিসিটিভির ফুটেজে সব ছবি ধরা পড়েছে। দোকানের মালিকের আরও অভিযোগ দোকানের কয়েক লক্ষ টাকার পাইপ-সহ বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। গুড়াপ থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে।