Wednesday, May 7, 2025

ফের ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার, আদালতে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ED-র

Date:

জামিনের আবেদন খারিজ। ফের ১৪ দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukharjee) একই নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার, শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু সেই আবেদন খারিজ করে পার্থ ও অর্পিতা দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ইডির (ED) বিশেষ আদালত। তবে এ দিন জামিনের আবেদন করেননি অর্পিতার আইনজীবীরা।

এদিন আদালতে একের পর এক অভিযোগ করেন ইডির আইনজীবী। তাঁদের অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল নগদ ও সোনা-রুপা সম্পর্কেও কিছুই বলেননি তিনি। বুধবার জেলে পার্থকে জেরা করে ইডি। জিজ্ঞাসাবাদ করার পর, বয়ানের কাগজ তাঁকে সই করাতে গেলে প্রাক্তন মন্ত্রী নাকি তা ছিঁড়ে ফেলে দেন বলেও আদালতে অভিযোগ ইডির আইনজীবীর।

ইডির তরফে এদিন আদালতে পার্থর ৬০ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৩০টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে বলে জানানো হয়। পার্থ ঘনিষ্ঠদের নামে একাধিক কোম্পানির হদিশ মিলেছে। বিভিন্ন কোম্পানির নামে টাকা ট্রান্সফার হয়েছে। পার্থর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত ট্রাস্টের নামে মেদিনীপুরে স্কুল, উত্তর ২৪ পরগনার গোবাগাছিতে ফার্ম হাউস রয়েছে।

এদিন, পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কথা বলে জামিন চেয়েছিলেন পার্থর আইনজীবী। তিনি জানান, তাঁর মক্কেলের হিমোগ্লোবিন কমেছে, ক্রিয়েটিনিন বেড়েছে, শৌচাগারেও যেতে পারছেন না। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হোক। পাল্টা ইডি-র আইনজীবী বলেন, গ্রেফতার হওয়ার আগে সুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী। এদিক-ওদিক যাচ্ছিলেন। ভুবনেশ্বর AIIMS আগেই জানিয়েছিল, এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে পার্থ মিথ্যে কথা বলেছিলেন বলে অভিযোগ ইডির। এরপরেই জামিনের আবেদন খারিজ করে পার্থ ও অর্পিতা দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Related articles

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...
Exit mobile version