Sunday, May 4, 2025

Kailash Koch: সস্ত্রীক আত্মসমর্পণ করলেন কেএলও নেতা কৈলাস কোচ

Date:

Share post:

সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে এবার আত্মসমর্পণ করলেন কেএলও (KLO) নেতা কেশব রায় ওরফে কৈলাস কোচ (Kailash Koch) । রাজ্য পুনর্বাসন প্যাকেজ ঘোষণার পর এবার সস্ত্রীক ভবানীভবনে (bhawani bhawan) আত্মসমর্পণ করেছেন কৈলাস কোচ (Kailash Koch)।

কেউ যদি সমাজের মূল স্রোতে ফিরতে চান, যদি প্রায়শ্চিত্ত করতে চান তাহলে তাকে একটা সুযোগ কি তার প্রাপ্য নয়? আজ খারাপ পথে হাঁটা নয়, এবার সাধারণ মানুষের মতো ভবিষ্যৎ জীবনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে আত্ম সমর্পণ করলেন কৈলাস কোচ। আজ বৃহস্পতিবার কলকাতার (Kolkata) ভবানীভবনে রাজ্য পুলিশের (WB Police) শীর্ষ কর্তাদের উপস্থিতিতেই আত্মসমর্পণ করেন তিনি। কৈলাস কোচ কেএলও গোষ্ঠীর সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে কেন্দ্রীয় সরকার ও কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) মধ্যে বহু আলোচিত শান্তি আলোচনার খবর রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা এজেন্সি এবং গোয়েন্দা সংস্থাগুলিকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। তবে শান্তি আলোচনার আবহ তৈরির পাশাপাশি কেএলও (KLO) চিফ সশস্ত্র আন্দোলনের কথাও একেবারে উড়িয়ে দেননি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি আদায় করতে তিনি আত্মবিশ্বাসী বলে সাম্প্রতিককালে কেএলওর তরফে জারি করা জীবন সিংহের একাধিক অডিও ও ভিডিও বার্তায় শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের কাছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদকের আত্মসমর্পণ এক বড় বার্তা দিল। আজ ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি KLO এর সেকেন্ড ইন কমান্ড কৈলাস কোচের আত্মসমর্পণের কথা জানিয়ে বলেন নিঃসন্দেহে রাজ্যের কাছে এটা একটা ভালো খবর। অন্যায় করে বা অসৎ পথে নয় বরং , সৎ পথে নিজের জীবন গড়তে চাইছেন কেউ । ফিরতে চাইছেন সমাজের এবং জীবনের মূল স্রোতে।

উল্লেখ্য কেএলও (KLO) আন্দোলনের সঙ্গে জড়িতদের আবার সৎ পথে এই সমাজেই ফিরিয়ে আনতে রাজ্য সরকারের তরফ থেকে নানা তাকে যার কথা ঘোষণা করা হয়েছে। একদিকে কেন্দ্রের আচরণে ক্ষুব্ধ কেএলও-র আন্দোলনরত নেতারা ,সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে তারা আবার নিজেদের পুরনো জীবনে ফিরতে চাইছেন। চাইছেন ভালো হয়ে সমাজের মূল ধারায় ফিরে গিয়ে নিজেদের ভবিষ্যৎ জীবন এগিয়ে নিয়ে যেতে। কৈলাস কোচের এই আত্মসমর্পণ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) বড় সাফল্য মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...