Monday, August 25, 2025

মন্ত্রিসভার বৈঠকে সতর্ক বার্তা: মন্ত্রীদের পাইলট কার ব্যবহারে রাশ টানার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

মন্ত্রীদের পাইলট কার ব্যবহারে রাশ টানার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে। রাজ্যের কোনও মন্ত্রী পাইলট কার (Pilot Car) নিয়ে ঘুরতে পারবেন না। এমনকী, জেলা থেকে কলকাতায় (Kolkata) এলেও পাইলট কার নয়।

এদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে ছিলেন নব নির্বাচিত মন্ত্রীরাও। বৈঠক থেকে মন্ত্রীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নতুন মন্ত্রীদের প্রতি এই বার্তা দেন তিনি। বলেন, প্রতিটি ফাইল ভাল করে পড়ে, বুঝে স্বাক্ষর করতে হবে। সেখানে যেন অতিরিক্ত জায়গা ফাঁকা না থাকে সেটা স্বাক্ষর করার আগে দেখে নিতে হবে।
এতদিন প্রতিমন্ত্রীদের সেরকম কোনও কাজ থাকত না বলে অভিযোগ। এবার থেকে প্রতিমন্ত্রীদের কাজ নির্দিষ্ট করে দেওয়া হবে বলেও মন্ত্রিসভার বৈঠকে জানান মমতা।

মুখ্যমন্ত্রী নিজে কখনওই লালবাতি লাগানো পাইলট কার ব্যবহার করেন না। তাঁর মতে, নেতা-মন্ত্রীরা ভিআইপি ট্রিটমেন্ট নিলে জনসাধারণের সঙ্গে দূরত্ব বাড়ে। এ বার মন্ত্রিসভার বাকি মন্ত্রীদেরও সেই পথে হাঁটারই নির্দেশ দিলেন মমতা। পাইলট কার ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্প ব্যাপক বিস্তার লাভ করছে। ১৮ টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ও ৫ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। ৬০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। ৪০০০ কর্মসংস্থান হবে। তিনি জানান, ২১ হাজার রেশন ডিলারের সহযোগিতায় ৯.২৫ কোটি মানুষকে পরিষেবা দিতে পারছে সরকার। এই কাজটা সম্ভব হয়েছে রেশন ডিলারদের সহযোগিতায়। দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলারদের ৭৫ টাকা প্রতি কুইন্টাল কমিশন দেওয়া হত। এবার থেকে ৫০০০ টাকা করে প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version