Friday, November 14, 2025

ফের জঙ্গি হামলার ছক! মহারাষ্ট্রের উপকূলে বোট থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Date:

২৬/১১-এর ভয়াবহ স্মৃতি আজ টাটকা দেশবাসীর মনে। এরইমাঝে সেই মহারাষ্ট্রের(Maharastra) উপকূল থেকে উদ্ধার হল বোটভর্তি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর তীরের কাছে এই বোটটি(Boat) বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, বোটটিতে একাধিক AK 47 রাইফেল, প্রচুর পরিমাণ গুলি ও বিস্ফোরক ছিল। এই বোট উদ্ধার হওয়ার পর মহারাষ্ট্রের উপকূলে নিরাপত্তা(Security) ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে স্থানে বোটটি উদ্ধার করা হয়েছে সেই জায়গা মুম্বই থেকে প্রায় ২০০ কিমি দূরে। যদিও উদ্ধার হওয়ার সময় ওই বোটে কোনও যাত্রী ছিল না। ফলে বোটের আরোহীদের খোঁজে সমুদ্রে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই অস্ত্র ভারতে ঢোকানর চেষ্টা করা হচ্ছিল। জানা গিয়েছে, ৩ টি AK 47 রাইফেল ও ১০ বাক্স গুলি ছিল বোটটিতে। এদিকে এই ঘটনা ফিরিয়ে এনেছে ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই স্মৃতি। এভাবেই পাকিস্তান থেকে সমুদ্রপথে ভারতে ঢুকে মুম্বইতে সন্ত্রাসী হামলা হয়েছিল জঙ্গিরা। এই জঙ্গি হামলা এখন ২৬/১১ নামে পরিচিত। এই হামলার জন্য প্রায় এক ডজন পাকিস্তানি সন্ত্রাসী সমুদ্রপথে মুম্বই পৌঁছেছিল। ১৬৬ জনকে হত্যা করেছিল এই জঙ্গিরা।

এই ঘটনা প্রসঙ্গে রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে বলেন, রায়গড় এলাকায় সন্দেহজনক নৌকা খুঁজে পাওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মহারাষ্ট্রের রায়গড়ের এসপি অশোক জানিয়েছেন যে পুলিশ হরিহরেশ্বর সৈকত থেকে একটি সন্দেহজনক নৌকা খুঁজে পেয়েছে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে তিনটি রাইফেল, অনেক কার্তুজ ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর পেছনে বড় ধরনের সন্ত্রাসী ষড়যন্ত্র থাকতে পারে বলে পুলিশের ধারণা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version