Thursday, November 13, 2025

ফের জঙ্গি হামলার ছক! মহারাষ্ট্রের উপকূলে বোট থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Date:

২৬/১১-এর ভয়াবহ স্মৃতি আজ টাটকা দেশবাসীর মনে। এরইমাঝে সেই মহারাষ্ট্রের(Maharastra) উপকূল থেকে উদ্ধার হল বোটভর্তি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর তীরের কাছে এই বোটটি(Boat) বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, বোটটিতে একাধিক AK 47 রাইফেল, প্রচুর পরিমাণ গুলি ও বিস্ফোরক ছিল। এই বোট উদ্ধার হওয়ার পর মহারাষ্ট্রের উপকূলে নিরাপত্তা(Security) ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে স্থানে বোটটি উদ্ধার করা হয়েছে সেই জায়গা মুম্বই থেকে প্রায় ২০০ কিমি দূরে। যদিও উদ্ধার হওয়ার সময় ওই বোটে কোনও যাত্রী ছিল না। ফলে বোটের আরোহীদের খোঁজে সমুদ্রে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই অস্ত্র ভারতে ঢোকানর চেষ্টা করা হচ্ছিল। জানা গিয়েছে, ৩ টি AK 47 রাইফেল ও ১০ বাক্স গুলি ছিল বোটটিতে। এদিকে এই ঘটনা ফিরিয়ে এনেছে ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই স্মৃতি। এভাবেই পাকিস্তান থেকে সমুদ্রপথে ভারতে ঢুকে মুম্বইতে সন্ত্রাসী হামলা হয়েছিল জঙ্গিরা। এই জঙ্গি হামলা এখন ২৬/১১ নামে পরিচিত। এই হামলার জন্য প্রায় এক ডজন পাকিস্তানি সন্ত্রাসী সমুদ্রপথে মুম্বই পৌঁছেছিল। ১৬৬ জনকে হত্যা করেছিল এই জঙ্গিরা।

এই ঘটনা প্রসঙ্গে রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে বলেন, রায়গড় এলাকায় সন্দেহজনক নৌকা খুঁজে পাওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মহারাষ্ট্রের রায়গড়ের এসপি অশোক জানিয়েছেন যে পুলিশ হরিহরেশ্বর সৈকত থেকে একটি সন্দেহজনক নৌকা খুঁজে পেয়েছে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে তিনটি রাইফেল, অনেক কার্তুজ ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর পেছনে বড় ধরনের সন্ত্রাসী ষড়যন্ত্র থাকতে পারে বলে পুলিশের ধারণা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version