Saturday, May 3, 2025

ফের জঙ্গি হামলার ছক! মহারাষ্ট্রের উপকূলে বোট থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Date:

২৬/১১-এর ভয়াবহ স্মৃতি আজ টাটকা দেশবাসীর মনে। এরইমাঝে সেই মহারাষ্ট্রের(Maharastra) উপকূল থেকে উদ্ধার হল বোটভর্তি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর তীরের কাছে এই বোটটি(Boat) বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, বোটটিতে একাধিক AK 47 রাইফেল, প্রচুর পরিমাণ গুলি ও বিস্ফোরক ছিল। এই বোট উদ্ধার হওয়ার পর মহারাষ্ট্রের উপকূলে নিরাপত্তা(Security) ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে স্থানে বোটটি উদ্ধার করা হয়েছে সেই জায়গা মুম্বই থেকে প্রায় ২০০ কিমি দূরে। যদিও উদ্ধার হওয়ার সময় ওই বোটে কোনও যাত্রী ছিল না। ফলে বোটের আরোহীদের খোঁজে সমুদ্রে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই অস্ত্র ভারতে ঢোকানর চেষ্টা করা হচ্ছিল। জানা গিয়েছে, ৩ টি AK 47 রাইফেল ও ১০ বাক্স গুলি ছিল বোটটিতে। এদিকে এই ঘটনা ফিরিয়ে এনেছে ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই স্মৃতি। এভাবেই পাকিস্তান থেকে সমুদ্রপথে ভারতে ঢুকে মুম্বইতে সন্ত্রাসী হামলা হয়েছিল জঙ্গিরা। এই জঙ্গি হামলা এখন ২৬/১১ নামে পরিচিত। এই হামলার জন্য প্রায় এক ডজন পাকিস্তানি সন্ত্রাসী সমুদ্রপথে মুম্বই পৌঁছেছিল। ১৬৬ জনকে হত্যা করেছিল এই জঙ্গিরা।

এই ঘটনা প্রসঙ্গে রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে বলেন, রায়গড় এলাকায় সন্দেহজনক নৌকা খুঁজে পাওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মহারাষ্ট্রের রায়গড়ের এসপি অশোক জানিয়েছেন যে পুলিশ হরিহরেশ্বর সৈকত থেকে একটি সন্দেহজনক নৌকা খুঁজে পেয়েছে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে তিনটি রাইফেল, অনেক কার্তুজ ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর পেছনে বড় ধরনের সন্ত্রাসী ষড়যন্ত্র থাকতে পারে বলে পুলিশের ধারণা।

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version