Tuesday, August 26, 2025

ফের জঙ্গি হামলার ছক! মহারাষ্ট্রের উপকূলে বোট থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Date:

২৬/১১-এর ভয়াবহ স্মৃতি আজ টাটকা দেশবাসীর মনে। এরইমাঝে সেই মহারাষ্ট্রের(Maharastra) উপকূল থেকে উদ্ধার হল বোটভর্তি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর তীরের কাছে এই বোটটি(Boat) বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, বোটটিতে একাধিক AK 47 রাইফেল, প্রচুর পরিমাণ গুলি ও বিস্ফোরক ছিল। এই বোট উদ্ধার হওয়ার পর মহারাষ্ট্রের উপকূলে নিরাপত্তা(Security) ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে স্থানে বোটটি উদ্ধার করা হয়েছে সেই জায়গা মুম্বই থেকে প্রায় ২০০ কিমি দূরে। যদিও উদ্ধার হওয়ার সময় ওই বোটে কোনও যাত্রী ছিল না। ফলে বোটের আরোহীদের খোঁজে সমুদ্রে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই অস্ত্র ভারতে ঢোকানর চেষ্টা করা হচ্ছিল। জানা গিয়েছে, ৩ টি AK 47 রাইফেল ও ১০ বাক্স গুলি ছিল বোটটিতে। এদিকে এই ঘটনা ফিরিয়ে এনেছে ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই স্মৃতি। এভাবেই পাকিস্তান থেকে সমুদ্রপথে ভারতে ঢুকে মুম্বইতে সন্ত্রাসী হামলা হয়েছিল জঙ্গিরা। এই জঙ্গি হামলা এখন ২৬/১১ নামে পরিচিত। এই হামলার জন্য প্রায় এক ডজন পাকিস্তানি সন্ত্রাসী সমুদ্রপথে মুম্বই পৌঁছেছিল। ১৬৬ জনকে হত্যা করেছিল এই জঙ্গিরা।

এই ঘটনা প্রসঙ্গে রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে বলেন, রায়গড় এলাকায় সন্দেহজনক নৌকা খুঁজে পাওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মহারাষ্ট্রের রায়গড়ের এসপি অশোক জানিয়েছেন যে পুলিশ হরিহরেশ্বর সৈকত থেকে একটি সন্দেহজনক নৌকা খুঁজে পেয়েছে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে তিনটি রাইফেল, অনেক কার্তুজ ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর পেছনে বড় ধরনের সন্ত্রাসী ষড়যন্ত্র থাকতে পারে বলে পুলিশের ধারণা।

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version