Monday, August 25, 2025

যাত্রী সুরক্ষায় নয়া পদক্ষেপ মেট্রো রেলের (Metro Rail)। যাত্রীদের যাতে কোনভাবেই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সেই জন্যই এবার নতুন কর্মী নিয়োগ করল মেট্রো কর্তৃপক্ষ(Metro Authority)। ভাড়া করা হল বাজপাখি, সপ্তাহে তিন দিন ক্যালিফোর্নিয়ার (California) কর্তৃপক্ষের জন্য কাজ করবে ওই বাজপাখি (Falcon)।

কিছুটা অবাক মনে হলেও এটাই সত্যি, এবার যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বাজপাখিকে কর্মী হিসেবে নিযুক্ত করল মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু কেন এরকম অদ্ভুত সিদ্ধান্ত? সূত্র বলছে, ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিসকো-র এল সেরিতো দেল নোরতে মেট্রো স্টেশনের (El Cerrito del Norte Metro Station) আশপাশে পায়রার উপদ্রবের জেরে নাজেহাল নিত্যযাত্রীরা। স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকা অপরিষ্কার করা তো বটেই পাশাপাশি যাত্রীদের উপরও মলত্যাগ করে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করত এই পায়রার দল। সিলিং- এ বসে এসব কুকর্ম করতো তারা। যার ফলে যাত্রীরা ট্রেনের দিকে কম আর সিলিং এর দিকে বেশি তাকিয়ে থাকতেন। বিষয়টি চোখ এড়াইনি মেট্রো কর্তৃপক্ষের। যাত্রীদের অভিযোগও সামনে আসছিল। অগত্যা সমস্যা থেকে মুক্তি পেতে একদম অন্য পথে হাঁটল মেট্রো কর্তৃপক্ষ। তাই পায়রাকে জব্দ করতে একটি বাজপাখি ভাড়া করা হয়। রোজ নয় সাপ্তাহিক তিন দিন তার পুরো দিনের ডিউটি।bরিকি ওর্তিজ নামে এক ব্যক্তি তাঁর পোষা বাজপাখি প্যাক ম্যানকে নিয়ে হাজির হন স্টেশনে। তারপর ছেড়ে দেন বাজপাখিটিকে। সুফল মিলল হাতেনাতে। স্টেশন চত্বর কার্যত পায়রা শূন্য হতে চলেছে। খুশি নিত্যযাত্রীরা, খুশি মেট্রো কর্তৃপক্ষও।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version