Saturday, May 3, 2025

বিপুল সম্পত্তি বৃদ্ধি রাজ্যের ১৭ বিরোধী নেতা-নেত্রীর, আদালতে দায়ের জনস্বার্থ মামলা

Date:

শাসকদলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির নিয়ে আদালতে দায়ের হয়েছে মামলা। সেই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এরইমাঝে এবার বিরোধী দলের ১৭ জন নেতা নেত্রীর বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। যার জেরে এবার বিপাকে পড়তে চলেছেন বিরোধী নেতারা। আর এই তালিকায় সর্বাগ্রে রয়েছে সাংসদ শিশির অধিকারীর(Sisir Adhikari) নাম, এর ঠিক পরেই রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)।

বৃহস্পতিবার কলকাতায় হাইকোর্টে(Kolkata HighCourt) ১৭ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত এই মামলা দায়ের করেন আইনজীবী অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলার আবেদনে বলা হয়েছে, ওই ১৭ জন নেতা-নেত্রীর সম্পত্তি গত কয়েক বছরে বিপুল পরিমাণে বেড়েছে। কেন এই বৃদ্ধি, আদালত তা খতিয়ে দেখুক। যে তালিকা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে, শিশির অধিকারীর সম্পত্তি ২০০৬ সাল থেকে ২০১৯ সালের মধ্যে স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৫৬৮ শতাংশ, এবং অস্থায়ী সম্পত্তি বেড়েছে ৬২১৩ শতাংশ। শিশির অধিকারীর স্ত্রীর সম্পত্তিও বেড়েছে ব্যাপকভাবে। ওই সময়কালে তাঁর স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩০০ শতাংশ, এবং অস্থায়ী সম্পত্তি বেড়েছে ১৭৩৮ শতাংশ। তালিকায় এরপরই রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০০৬-২০২১ এই সময়কালে শুভেন্দুর স্থায়ী সম্পত্তি বেড়েছে ১২৮ শতাংশ, এবং অস্থায়ী সম্পত্তি বেড়েছে ৮৫৪ শতাংশ।

এছাড়াও আদালত সূত্রে জানা গিয়েছে, যে ১৭ জন বিরোধী নেতা ও নেত্রীর এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি সেই তালিকায় শিশির অধিকারী ও তাঁর পুত্র শুভেন্দু অধিকারীর পাশাপাশি রয়েছেন দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খান, মনোজ কুমার ওঁরাও, আবদুল মান্নান, মিহির ঘোষ, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ সিনহা, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি।

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version