Monday, November 10, 2025

উপত্যকায় পুলিশের অস্ত্র কেড়ে পালানোর চেষ্টা, পালটা গুলিতে খতম জঙ্গি

Date:

পুলিশের(Police) কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করছিল জঙ্গি(Terrorist)। তবে পালানোর আগেই নিরাপত্তাবাহিনীর পালটা গুলিতে ভবলীলা সাঙ্গ হল এক লস্কর জঙ্গির। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) টোফ গ্রামে। মৃত ওই জঙ্গির নাম মহম্মদ আলি হুসেন।

জানা গিয়েছে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাচার হচ্ছে এমন খবর এসেছিল পুলিশের কাছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য আগে থেকেই পুলিশি হেফাজতে থাকা লস্কর জঙ্গি মহম্মদ আলি হুসেনকে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় যায় পুলিশ। ওই জায়গা থেকেই মাটিতে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার উদ্ধারও করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় ছিল একটি একে-৪৭ রাইফেল, দু’টি পিস্তল, গ্রেনেড-সহ বেশ কিছু অস্ত্র। এই ঘটনার পরই একজন পুলিশের থেকে রাইফেল কেড়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি। এবং গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে। এই ঘটনায় জঙ্গির ছোঁড়া গুলিতে আহত হন এক পুলিশকর্মী। পালটা গুলি চালায় পুলিশ। নিরাপত্তাবাহিনীর গুলিতে গুরুতর জখম হয় মহম্মদ। দু’জনকেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই জঙ্গির।

কাশ্মীর পুলিশের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, নির্দিষ্ট জায়গায় পাক ড্রোন মারফত অস্ত্র আসার খবর পেয়েই লস্কর জঙ্গিকে নিয়ে ওই স্থানে যাওয়ার পরিকল্পনা করা হয়। সেখানে মাটির নীচে পুঁতে রাখা অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরেই আচমকা গুলি চালায় ওই জঙ্গি। পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গুরুতর আঘাতের ফলেই মৃত্যু হয় মহম্মদের।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version