Friday, November 14, 2025

চূড়ান্ত হয়ে গিয়েছে লাল-হলুদের ষষ্ঠ বিদশি, ঘোষণা সময়ের অপেক্ষা : সূত্র

Date:

তৃতীয় পক্ষেরর নাক গলানোর জন্য এআইএফএফ-কে (AIFF) অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছে ফিফা (FIFA)। ভারতীয় ফুটবলের উপর ফিফার নির্বাসনে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ার দশা ক্লাবগুলোর। এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) এএফসি কাপ (AFC CUP) খেলা যেমন এখন প্রশ্নের মুখে। তেমনই মনে করা হয়েছিল, ষষ্ঠ বিদেশির সই করানো নিয়ে চাপে পড়বে ইমামি ইস্টবেঙ্গল (Emami Eastbengal)। কিন্তু সূত্রের খবর, এই নির্বাসন নিয়ে একেবারে মাথাব্যথা নেই লাল-হলুদের। কারণ ষষ্ঠ বিদশির ছাড়পত্রের ব্যবস্থা নাকি হয়ে গিয়েছে। ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ঘোষণা করা শুধু সময়ের অপেক্ষা।

সূত্রের খবর, এশীয় কোটায় ষষ্ঠ বিদেশি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী দু’-তিন দিনের মধ্যেই নাম ঘোষণা হয়ে যেতে পারে তাঁর। এই নিয়ে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ষষ্ঠ বিদেশি আমাদের তৈরি। ইতিমধ্যেই আমরা দলের সব বিদেশি ফুটবলারদের সই করিয়ে ফেলেছি। আমাদের দল একেবারে প্রস্তুত। যথাসময়ে আমরা সামনে আনব। ”

আইএসএলে খেলার ফলে তিন বিদেশির আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়া নিয়ে ছিল না কোন সমস্যা। বাকি তিন জনের মধ্যে যে দু’জনকে সই করানো হয়েছে। সূত্রের খবর, তাঁদেরও আন্তর্জাতিক ছাড়পত্র রয়েছে। অপরদিকে এশীয় কোটায় ষষ্ঠ বিদেশিও চুরন্তা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও যাকে এশীয় কোটায় সই করানো হবে, তাঁরও আন্তর্জাতিক ছাড়পত্র মিলেছে বলে জানা গিয়েছে ইস্টবেঙ্গলের তরফে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে খেলতে নামার আগে চিন্তায় ভারতীয় দল, জানালেন পন্থ

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version