অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনা। ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়।দুর্ঘটনায় আদও কেউ বেঁচে আছে কিনা, তা দেখা হচ্ছে । ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুন:রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে মুখোমুখি ডোভাল-পাত্রুশেভ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে দু’টি বিমানের অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, দুটি বিমানে মোট তিন জন ছিলেন। দুর্ঘটনায় তাঁদের কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান। সেসময়ই দুর্ঘটনাটি ঘটে। কী থেকে এই দুর্ঘটনাটি ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে।
