কেনা যাবে না গাড়ি, পায়ে হাত দিয়ে প্রণামে ‘না’: মন্ত্রীদের জন্য নয়া গাইডলাইনস তেজস্বীর

সম্প্রতি বিহারের উপমুখ্যমন্ত্রী (Deputy CM) পদে শপথ নিয়েছেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। আর নতুন ইনিংস শুরু করার পরই রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নয়া মন্ত্রীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা (Guidelines) জারি করলেন লালু পুত্র। শনিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) একটি পোস্ট করে তেজস্বী স্পষ্ট করে দেন তাঁর দলের ১৬ জন মন্ত্রীদের ঠিক কীভাবে চলতে হবে এবং কোন কোন বিষয়কে মাথায় রাখতে হবে। প্রথমেই দফতর থেকে কোনও নতুন গাড়ি কেনার বিষয়ে মন্ত্রীদের নিষেধ করেছেন উপমুখ্যমন্ত্রী। পাশাপাশি নির্দেশ দিয়েছেন সকলকে সম্মান দেওয়ার এবং ভদ্র আচরণ করার।

এক নজরে তেজস্বীর নয়া নির্দেশিকা

  • মন্ত্রীরা নতুন গাড়ি কিনতে পারবেন না
  • সকলকে সম্মান দিতে হবে, ভদ্র আচরণ করতে হবে
  • বয়স্কদের থেকে প্রণাম নিতে পারবেন না মন্ত্রীরা
  • সৌজন্য বিনিময়ের জন্য হাতজোড় করে নমস্কার বা আদাব জানাতে হবে
  • জাত-ধর্ম নির্বিশেষে মন্ত্রীদের কাজ করতে হবে
  • অভাবী লোকদের জন্য দ্রুত কাজ করতে হবে
  • উপহার হিসেবে মন্ত্রীদের ফুলের তোড়ার বদলে বই ও পেন দিতে হবে
  • স্বচ্ছতা বজায় রেখে দ্রুত দফতরের কাজ করতে হবে
  • সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার সোশ্যাল মিডিয়ায় চালাতে হবে

এর আগেও একাধিকবার মন্ত্রীদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে বয়সে বড় ব্যক্তিদের। বিহারের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা নতুন কিছু নয়। তবে এখন থেকে আর এসব বরদাস্ত করা হবে না বলেই সাফ জানিয়েছেন তেজস্বী। তিনি জানিয়েছেন, রাষ্ট্রীয় জনতা দলের কোনও নেতা মন্ত্রীরা বয়সে বড় কোনও কর্মী-সমর্থকদের থেকে প্রণাম নেবেন না। সৌজন্য বিনিময়ের জন্য হাত জোড় করে নমস্কার বা আদাব জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleগঙ্গার ভাঙন নিয়ে আতঙ্ক বৈদ্যবাটীতে
Next articleনব মহাকরণের একাংশ কলকাতা হাইকোর্টকে দেবে রাজ্য সরকার