Thursday, August 28, 2025

নজরে পঞ্চায়েত, সোমবার ৩ সংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে সংগঠনকে ঢেলে সাজাতে জেলা ধরে ধরে বৈঠক করছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আর সেই লক্ষ্যে আগামী সোমবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বৈঠকে বসতে চলেছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলা, ও ঝাড়গ্রামের জেলা নেতৃত্বের সঙ্গে। রাজ্য রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতির মাঝে অভিষেকের এই বৈঠকের দিকে নজর রাজনৈতিক মহলের।

তৃণমূল সূত্রের খবর, সোমবার দুপুর ১২ টা নাগাদ ঘাটাল সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর তিনটে নাগাদ মেদিনীপুর সাংগঠনিক জেলা ও ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত সংগঠনিক জেলা নেতৃত্বদের কাছ থেকে সংগঠনের হাল হকিকত সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন অভিষেক। পাশাপাশি দুর্নীতিমুক্ত তৃণমূল গঠনের যে উদ্যোগ সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়েছেন সেই লক্ষ্যে বার্তা দিতে পারেন তিনি। দলে কোনরকম দুর্নীতি যে বরদাস্ত করা হবে না, এই বৈঠক থেকে দলের সব স্তরকে সে বিষয়ে কঠোর বার্তা দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠক থেকে সকলকে আর্থিক শিষ্টাচার নিয়ে সতর্ক করতে পারেন তিনি।

‘শুধু নির্বাচন নয়’ সর্বদা তৃণমূল নেতাদের মানুষের পাশে থাকতে হবে। তাদের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে,’ বারবার এই বার্তা দিয়েছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবেও এই নীতি অক্ষরে অক্ষরে পালন করেন অভিষেক। সেই লক্ষ্যে তিনি চালু করেছেন ‘এক ডাকে অভিষেক’ প্রকল্প। নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ডহারবার তো বটেই উত্তরের জেলাগুলিতেও যা লাগু হয়েছে। জেলা নেতৃত্বদের মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি জানা যাচ্ছে ৩ সাংগঠনিক জেলায় সংগঠনিক হাল হাকিকত সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেবেন অভিষেক।

আরও পড়ুন- Reliance: জনস্বার্থ মামলা খারিজ, বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ছেন আম্বানি

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...