Monday, December 8, 2025

আবারও মারিশদায় দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, সুস্থ রয়েছেন বিরোধী দলনেতা

Date:

Share post:

আবারও দুর্ঘটনার (Accident) কবলে পড়লো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়(Convoy)। সোমবার মারিশদা থানা এলাকায় (Marishda Police Station) দুর্ঘটনার মুখে পড়ে শুভেন্দুর কনভয়ে থাকা একটি গাড়ি। এদিন দিঘাগামী একটি লরি তাঁর কনভয়ের সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল শুভেন্দুর গাড়িটি। সেইসময় মারিশদার বেতালিয়ার কাছে ঘটে যায় দুর্ঘটনা। অন্যদিকে ঘাতক লরিটি দিঘার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। যদিও শুভেন্দু অধিকারী সুস্থই আছেন বলে খবর। ট্রাকের চালককে (Truck Driver) আটক (Detained) করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করেছে পুলিশ। তবে দুর্ঘটনার জেরে বিরোধী দলনেতার দু’জন নিরাপত্তারক্ষী(Security Personnel) আহত (Injured) হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও দুর্ঘটনার মুখে পড়েছিল শুভেন্দুর গাড়ি। এই মারিশদা এলাকাতেই গত ১ জুলাই বিরোধী দলনেতার কনভয়ে থাকা একটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে।

এদিন দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক (National Highway) দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার দিকে আসছিল শুভেন্দুর কনভয়। সেই সময়েই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় শুভেন্দুর কনভয়ের গাড়িটির। দুর্ঘটনার সময় গাড়িটির সামনের চাকা খুলে বেরিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পরই এলাকায় যানজটের সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার জন্য শুভেন্দুকেই দায়ী করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে অনেক নেতা-মন্ত্রী-বিধায়করা যান, তবে কখনও তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন না। কিন্তু, এই নিয়ে শুভেন্দু তিনবার দুর্ঘটনার কবলে পড়লেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনায় লরি চালকের কোনও দোষ নেই। কনভয়ে থাকা গাড়িগুলির গতি খুবই বেশি ছিল। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। কনভয়ে থাকা গাড়িটিই গিয়ে লরিতে ধাক্কা মারে। পরে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- একাধিক ‘জনবিরোধী’ ইস্যুতে ফের বিজেপিকে আক্রমণ সাংসদ বরুণ গান্ধীর


spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...