Saturday, January 24, 2026

আবারও মারিশদায় দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, সুস্থ রয়েছেন বিরোধী দলনেতা

Date:

Share post:

আবারও দুর্ঘটনার (Accident) কবলে পড়লো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়(Convoy)। সোমবার মারিশদা থানা এলাকায় (Marishda Police Station) দুর্ঘটনার মুখে পড়ে শুভেন্দুর কনভয়ে থাকা একটি গাড়ি। এদিন দিঘাগামী একটি লরি তাঁর কনভয়ের সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল শুভেন্দুর গাড়িটি। সেইসময় মারিশদার বেতালিয়ার কাছে ঘটে যায় দুর্ঘটনা। অন্যদিকে ঘাতক লরিটি দিঘার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। যদিও শুভেন্দু অধিকারী সুস্থই আছেন বলে খবর। ট্রাকের চালককে (Truck Driver) আটক (Detained) করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করেছে পুলিশ। তবে দুর্ঘটনার জেরে বিরোধী দলনেতার দু’জন নিরাপত্তারক্ষী(Security Personnel) আহত (Injured) হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও দুর্ঘটনার মুখে পড়েছিল শুভেন্দুর গাড়ি। এই মারিশদা এলাকাতেই গত ১ জুলাই বিরোধী দলনেতার কনভয়ে থাকা একটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে।

এদিন দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক (National Highway) দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার দিকে আসছিল শুভেন্দুর কনভয়। সেই সময়েই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় শুভেন্দুর কনভয়ের গাড়িটির। দুর্ঘটনার সময় গাড়িটির সামনের চাকা খুলে বেরিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পরই এলাকায় যানজটের সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার জন্য শুভেন্দুকেই দায়ী করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে অনেক নেতা-মন্ত্রী-বিধায়করা যান, তবে কখনও তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন না। কিন্তু, এই নিয়ে শুভেন্দু তিনবার দুর্ঘটনার কবলে পড়লেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনায় লরি চালকের কোনও দোষ নেই। কনভয়ে থাকা গাড়িগুলির গতি খুবই বেশি ছিল। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। কনভয়ে থাকা গাড়িটিই গিয়ে লরিতে ধাক্কা মারে। পরে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- একাধিক ‘জনবিরোধী’ ইস্যুতে ফের বিজেপিকে আক্রমণ সাংসদ বরুণ গান্ধীর


spot_img

Related articles

ক্যালেন্ডারের পাতায় ধরা দিল কলকাতার ঐতিহাসিক স্থাপত্য 

কলকাতার হেরিটেজ ল্যান্ডমার্ক (Heritage landmark of Kolkata) এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতে পি অ্যান্ড সি এবং...

বারাসতের প্রাথমিক স্কুলে সরস্বতীপুজো নিয়ে ভুয়ো পোস্ট! সতর্ক করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জেলা পুলিশের

বারাসতের (Barasat) ময়নার (Moina) প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতীপুজো নিয়ে স্যোশাল মিডিয়ায় ভুয়ো খবর রটানো হচ্ছে। অফিশিয়াল পোস্টে জানাল বারাসত...

২৬ জানুয়ারির আগে রেললাইনে বিস্ফোরণ পঞ্জাবে: হাই অ্যালার্ট ফতেগড়ে

পঞ্জাবে রেললাইনে রহস্যজনক বিস্ফোরণ ঘিরে নাশকতার আশঙ্কা। প্রজাতন্ত্র দিবসের আগে পাঞ্জাবের ফতেগড় এলাকায় শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের (blast)...

SIR হয়রানির প্রতিবাদে বর্ধমানে রেললাইন আটকে বিক্ষোভ, ব্যাহত ট্রেন চলাচল

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় যেভাবে প্রত্যেকদিন সাধারণ মানুষকে হয়রান হতে হচ্ছে তার প্রতিবাদে এবার জাতীয় পতাকা...