Friday, January 2, 2026

একাধিক ‘জনবিরোধী’ ইস্যুতে ফের বিজেপিকে আক্রমণ সাংসদ বরুণ গান্ধীর

Date:

Share post:

বেকারত্ব (Unemployment), দুর্নীতি (Corruption) এবং মুদ্রাস্ফীতির (Inflation) বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন বিজেপি সাংসদ (BJP MP) বরুণ গান্ধী (Varun Gandhi)। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, তিনি এমন একটি ভারত দেখতে চান যেখানে শিশু এবং যুবরা সম্মান পাবে এবং সাহায্যের জন্য তাদের কারও কাছে মাথানত করতে হবে না। এরপরই দেশবাসীর উদ্দেশে বরুণের দাবি, যতদিন পর্যন্ত এই দেশে ‘বেকারত্ব’ নামক শব্দটির অস্তিত্ব থাকবে এবং আপনাদের সন্তানরা চাকরি না পাবেন ততদিন পর্যন্ত আমার ‘সংঘর্ষ’ (Fight) চলবে।

বরুণ গান্ধী এদিন আরও দাবি করেন, আমাদের পূর্ব পুরুষদের আত্মত্যাগ (Sacrifice) কখনই বৃথা যেতে দেব না। এবার সময় এসেছে দেশের মৌলিক সমস্যা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের এক হয়ে আওয়াজ তোলার। সম্প্রতি পিলভিটের (Pilvit) সাংসদ বরুণ গান্ধী প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে তাঁর কেন্দ্রে একটি ইন্ডোর স্পোর্টস হলের (Sports Hall) উদ্বোধন করেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি (Press Conference) হয়ে কেন্দ্রের একাধিক জনবিরোধী পদক্ষেপ নিয়ে সোচ্চার হন তিনি।

তবে এই প্রথম নয়, বিগত কিছু সময় ধরেই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারে বিরোধিতা করতে দেখা গিয়েছে ইন্দিরা গান্ধীর পৌত্রকে। কেন্দ্রের বিজেপি সরকারের অর্থ ও কৃষি নীতি নিয়ে বারবারই প্রকাশ্যেই সরব হয়েছে বিজেপি সাংসদ। বিজেপির সঙ্গে সম্পর্কে অবনতির কারণে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকে বরুণ ও তাঁর মা সাংসদ মানেকা গান্ধীর (Maneka Gandhi) নাম বাদ দিয়ে দিয়েছিল গেরুয়া শিবির। তারপরই ধীরে ধীরে চড়া হয় ফাটল। তবে অভিজ্ঞ মহলের মতে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেও এখনই দলত্যাগের মতো সাহসী সিদ্ধান্তের পথে হাঁটবেন না বরুণ।

আরও পড়ুন- সিবিআইয়ে অনাস্থা: দিলীপের মন্তব্যে ক্ষুব্ধ দিল্লি, সুকান্তদের কাছে রিপোর্ট চাইলেন শাহ-নাড্ডারা


spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...