Wednesday, December 17, 2025

মানুষের মন জয় করে পঞ্চায়েতে জিততে হবে, গা-জোয়ারী বরদাস্ত নয়: কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

আঠারোর পুনরাবৃত্তি যেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে(Panchayet election) না হয়। সোমবার সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্বদের এ কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিয়ে অভিষেক জানালেন, পঞ্চায়েত নির্বাচনে গায়ের জোরে জেতা যাবে না। মানুষের পাশে থেকে তাদের মন জয় করে নির্বাচনে জিততে হবে।

পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে সোমবার ৩ সাংগঠনিক জেলা, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জেলা নেতৃত্বদের কড়া বার্তা দেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনওভাবে গায়ের জোরে পঞ্চায়েতে লড়াই করা যাবে না। কেউ যদি কোনওরকম গায়ের জোর ফলায় তবে দল তার পাশে থাকবে না। একইসঙ্গে এদিনের বৈঠকে অভিষেক স্পষ্ট করে দেন, ঐক্যবদ্ধ হয়ে মানুষের মন জয় করতে হবে। কোনওরকম দলাদলি, দুর্নীতি চলবে না। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে। পেশীশক্তি দিয়ে নির্বাচন করা যাবে না। সাংগঠনিক শক্তিতে জিততে হবে। যেখানে তা থাকবে না সেখানে বিরোধীরা জিতবে।

এছাড়াও রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলি আছে, তা নিয়ে আরও বেশি করে মানুষের মধ্যে প্রচার করার বার্তা দেন অভিষেক। তিনি জানান, মানুষ পরিষেবা পাচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে সাধারন মানুষের কাজের মধ্যে দিয়ে জেলা নেতৃত্বকে সামনের সারিতে উঠে আসার কথাও বলেন তিনি। এর পাশাপাশি তিন জেলা নেতৃত্বদের স্পষ্ট বার্তা দিয়ে অভিষেক জানান, নিজের লোক হলেই সে টিকিট পাবে, এটা হবে না। নাম নিয়ে আলোচনা হবে। মানুষের পাশে যে থাকবে তাকেই টিকিট। দলের সিদ্ধান্তই মানতে হবে। এছাড়াও পঞ্চায়েত স্তরকে ঢেলে সাজাতে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জেলার সমস্ত ব্লকের জন্য নাম চাওয়া হয়েছে। ব্লক স্তরে বেশ কিছু সাংগঠনিক রদবদলও হতে চলেছে। সাত দিনের মধ্যে ব্লক কমিটি ঘোষণা করা হবে বলেও সূত্রের দাবি।

আরও পড়ুন- ছাত্র ও নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে উত্তাল JNU, আহত ৬ পড়ুয়া

spot_img

Related articles

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের...

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি বাতিল ৩১৩ শিক্ষকের

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি হারালেন ৩১৩ জন শিক্ষক। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে...

যুবভারতীতে ভাঙচুরের ঘটনা: গ্রেফতার আরও এক হামলাকারী

লিওনেল মেসির যুবভারতীর কনসার্টে যে তাণ্ডবের ঘটনা ঘটে শনিবার, তার জেরে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই একাধিক বড় পদক্ষেপ নিয়েছে।...