Saturday, May 3, 2025

মানুষের মন জয় করে পঞ্চায়েতে জিততে হবে, গা-জোয়ারী বরদাস্ত নয়: কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

আঠারোর পুনরাবৃত্তি যেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে(Panchayet election) না হয়। সোমবার সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্বদের এ কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিয়ে অভিষেক জানালেন, পঞ্চায়েত নির্বাচনে গায়ের জোরে জেতা যাবে না। মানুষের পাশে থেকে তাদের মন জয় করে নির্বাচনে জিততে হবে।

পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে সোমবার ৩ সাংগঠনিক জেলা, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জেলা নেতৃত্বদের কড়া বার্তা দেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনওভাবে গায়ের জোরে পঞ্চায়েতে লড়াই করা যাবে না। কেউ যদি কোনওরকম গায়ের জোর ফলায় তবে দল তার পাশে থাকবে না। একইসঙ্গে এদিনের বৈঠকে অভিষেক স্পষ্ট করে দেন, ঐক্যবদ্ধ হয়ে মানুষের মন জয় করতে হবে। কোনওরকম দলাদলি, দুর্নীতি চলবে না। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে। পেশীশক্তি দিয়ে নির্বাচন করা যাবে না। সাংগঠনিক শক্তিতে জিততে হবে। যেখানে তা থাকবে না সেখানে বিরোধীরা জিতবে।

এছাড়াও রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলি আছে, তা নিয়ে আরও বেশি করে মানুষের মধ্যে প্রচার করার বার্তা দেন অভিষেক। তিনি জানান, মানুষ পরিষেবা পাচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে সাধারন মানুষের কাজের মধ্যে দিয়ে জেলা নেতৃত্বকে সামনের সারিতে উঠে আসার কথাও বলেন তিনি। এর পাশাপাশি তিন জেলা নেতৃত্বদের স্পষ্ট বার্তা দিয়ে অভিষেক জানান, নিজের লোক হলেই সে টিকিট পাবে, এটা হবে না। নাম নিয়ে আলোচনা হবে। মানুষের পাশে যে থাকবে তাকেই টিকিট। দলের সিদ্ধান্তই মানতে হবে। এছাড়াও পঞ্চায়েত স্তরকে ঢেলে সাজাতে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জেলার সমস্ত ব্লকের জন্য নাম চাওয়া হয়েছে। ব্লক স্তরে বেশ কিছু সাংগঠনিক রদবদলও হতে চলেছে। সাত দিনের মধ্যে ব্লক কমিটি ঘোষণা করা হবে বলেও সূত্রের দাবি।

আরও পড়ুন- ছাত্র ও নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে উত্তাল JNU, আহত ৬ পড়ুয়া

spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...