Thursday, August 21, 2025

শুভেন্দু গড়ে খাতাই খুলতে পারল না বিজেপি! জয়জয়কার তৃণমূলের

Date:

Share post:

এবার নন্দীগ্রামে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপিকে কার্যত ক্লিন বোল্ড করে দিল তৃণমূল। এই নির্বাচনে সেখানে একটি আসনেও জয়ী হতে পারেনি তারা। আর সেখানে ৫২টি আসনের মধ্যে ৫১টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। মাত্র একটি আসনে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী (CPIM Candidate)।

হানুভূঞা-ঘোলপুকুর-বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচন হয়েছে রবিবার। আর সেখানেই কার্যত দাঁত ফোটাতে পারেনি বিজেপি। আর এপ্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে দক্ষিণ মণ্ডল সভাপতি অরূপ জানা বলেন, “বিজেপির তরফে সেভাবে জনসংযোগ করা সম্ভব হয়নি। তাই দল একটি আসনেও জয়ী হতে পারেনি।”
তবে বিজেপির জন্য এটাই প্রথম ধাক্কা নয়। এর আগেও কাঁথি পুরসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। ২১টি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডে জিতেছিল তারা। তার মধ্যে ছিল ১৮ নম্বর ওয়ার্ড পদ্মপুখুরিয়া। যদিও নিজের ওয়ার্ড ধরে রাখতে পারেননি শুভেন্দু।
এছাড়া মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনও ছিল এদিন। আর সেখানেও তৃণমূলের জয়জয়কার হয়েছে। সেখানে ৪১ আসনে জয়ী হয়েছে তারা। এদিকে সেখানে সকাল থেকে ভোট শান্তিপূর্ণ ভাবে হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তির খবর মিলেছিল। বিজেপির (BJP) অভিযোগ, তাদের বুথে ভাঙচুর চালিয়েছে তৃণমূল (TMC)।

এমনকী, অশান্তির ছবি করতে গেলে তাদের মারধরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
কড়া পুলিশি পাহারায় মারিশদা কন্যা বিদ্যামন্দিরে নির্বাচন প্রক্রিয়া চলে। নির্বাচন শেষে ফলাফল প্রকাশ হতেই তৃণমূল কর্মীদের মধ্যে উল্লাস দেখা দেয়। কারণ সমবায়ের ৪১ টি আসনেই তৃণমূল জয়লাভ করে।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...