নির্বাসন তুলে নিতে ফিফাকে চিঠি এআইএফএফ-এর

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন।

ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। মঙ্গলবার বিকেলে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) চিঠি লিখে নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানালেন এআইএফএফ-এর কার্যনির্বাহী সচিব সুনন্দ ধর (Sunando Dhar)।

এদিন ফিফার সচিব ফাতমা সামৌরোকে চিঠিতে চিঠিতে সুনন্দ ধর লেখেন,”আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। সুপ্রিম কোর্ট গত সোমবার প্রশাসক কমিটিকে সরিয়ে দিয়েছে। ভারতীয় ফুটবলের কার্যভার এআইএফএফ-এর হাতেই তুলে দেওয়া হয়েছে। সব নিয়মকানুন মেনে খুব তাড়াতাড়ি নির্বাচন করা হবে।”

এর পাশাপাশি সুনন্দ ধর নির্বাসন তুলে নেওয়া আর্জি জানিয়ে লেখেন, “নির্বাসন তোলার জন্য ফিফা যা যা শর্ত দিয়েছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে। তাই আমরা অনুরোধ করছি ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হোক। তাহলে এআইএফএফ সুষ্ঠু ভাবে ভারতীয় ফুটবলকে পরিচালনা করতে পারবে।”

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন। আগামী ২ সেপ্টেম্বর হতে চলেছে এআইএফএফ-এর নির্বাচন। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ২৫ আগস্ট থেকে। একটি নোটিশ দিয়ে এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার উমেশ সিনহা।

গত ১৫ আগস্ট মধ‍্যরাতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলে তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করায় এআইএফএফ-কে নির্বাসিত করেছে। গত সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসক কমিটিকে বাতিল করেছে।

আরও পড়ুন:ডুরান্ড কাপে দ্বিতীয় ম‍্যাচে এটিকে মোহনবাগানের সামনে মুম্বই সিটি এফসি, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

 

 

Previous articleনয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত নদী কমিশনের বৈঠক
Next articleপ্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, প্রাথমিক শিক্ষা বিভাগের নয়া অ্যাডহক কমিটি গঠন