Tuesday, December 2, 2025

বিজেপি যোগ স্পষ্ট, ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদ থেকে সরানো হল সুবল ভৌমিককে

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিক জোড়া-ফুল ছেড়ে যোগ দিতে চলেছেন পদ্মশিবিরে। বেশ কয়েক সপ্তাহ ধরে স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে এমনই খবর ফলাও করে প্রচার করে হচ্ছে। সাম্প্রতিক সময়ে তৃণমূলের কর্মসূচিতেও অংশ নিতে দেখা যায়নি সুবলবাবুকে। খোদ দলের রাজ্য সভাপতির এমন আচরণ ভালোভাবও নেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার তৃণমূল ছেড়ে বিজেপি যোগ স্পষ্ট হতেই সুবল ভৌমিককে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল। আজ, বুধবার ত্রিপুরা প্রদেশ তৃণমূলের পক্ষ থেকেই বিজ্ঞপ্তি জারি করে সুবল ভৌমিককে প্রদেশ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। আপাতত নতুন সভাপতি না আসা পর্যন্ত ত্রিপুরা তৃণমূলের যাবতীয় কাজ সামলাবেন দলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব।



আরও পড়ুন: ফের ধরাশায়ী বিজেপি, আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয় তৃণমূলের

চলতি বছর এপ্রিলে সুবল ভৌমিককে তৃণমূলের রাজ্য সভাপতি করা হয়েছিল। আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সুবল ভৌমিক ত্রিপুরা তৃণমূলের সভাপতি হওয়ার পর থেকে দলে তুমুল অসন্তোষ তৈরি হয়েছিল। ২০২১ সালে ত্রিপুরায় পুর নির্বাচনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই পুরভোটে বাম-কংগ্রেসকে টপকে শতাংশের বিচারে দ্বিতীয় স্থান দখল করে তৃণমূল। কিন্তু চলতি বছর বিধানসভা উপনির্বাচনে একেবারে আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। উপনির্বাচনে নিজের ঘনিষ্ঠদের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সুবলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আগেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন বাপটু চক্রবর্তী।

এদিকে গোপনে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন সুবল ভৌমিক। যা নিয়ে তৃণমূলের একটি বড় অংশ সুবল ভৌমিকের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বকে নালিশ জানিয়েছিল। তাঁর জন্য দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছিল। তাই এবার সেই সুবল ভৌমিককে সরিয়ে দিল তৃণমূল।

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...