বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন বাস যাত্রী। বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) পাঁচলায়। ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

এদিন একটি বেসরকারি বাস করুণাময়ী থেকে রানিহাটি আমতা রাজ্য সড়ক ধরে মুচিঘাটা যাচ্ছিল৷ পাঁচলার ধুলার বাঁধে কাছে আসতেই উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ বাসের সামনের অংশটি দুমড়ে যায়৷ তীব্র ধাক্কায় আসন থেকে ছিটকে পড়ে যান যাত্রীরা৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর৷

দুর্ঘটনার (Accident) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ৷ স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠানো হয়৷ গুরুতর জখমদের নিয়ে আসা হয় কলকাতায়। বেশ কয়েকজনকে হাওড়া ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়

আরও পড়ুন- কলকাতার বিলাসবহুল রিসর্টে চলতি মাসেই বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির, আসছে কেন্দ্রীয় নেতৃত্ব

Deeply saddened by the tragic accident in Panchla, Howrah which led to the death of 3 people and 21 injured.
I pray for the speedy recovery of those injured and offer my deepest condolences to the bereaved families. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2022
ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার ঘোষণা করেন তিনি।

GoWB will provide Rs. 2 lakh to the families of the deceased and are extending all assistance possible to those injured. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2022