Thursday, August 28, 2025

Entertainment: এবার জনস্বার্থ মামলা দায়ের হল ‘লাল সিং চাড্ডা’-এর নামে

Date:

সময়টা ভাল যাচ্ছে না বলিউডের মি.পারফেকশনিস্ট এর। একের পর এক বিতর্কে জড়াচ্ছে আমির খানের (Amir Khan)নতুন ছবি লাল সিং চাড্ডা (Laal Singh Chaddha)। কখনও বয়কটের (Boycott) ডাক কখনও আবার শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ধর্মীয় প্ররোচনার অভিযোগে বিদ্ধ হয়েছে এই ছবি। ছবির বাজার পড়তির দিকে, মাথায় হাত আমির খানের। সম্প্রতি এই ছবির নামে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। বিশেষভাবে সক্ষম মানুষদের ব্যঙ্গ করার কারণে এবার কমিশনার ফর পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি কোর্টে (Commissioner for persons with disability court) মামলা দায়ের করা হয়েছে ।

সোমবারই এই ছবির বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন আইনজীবী নাজিয়া ইলাহি খান (Nazia Ilahi Khan)। মামলায় দাবি করা হয়েছে যে, এই ছবিতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যাতে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এমন কিছু দৃশ্য ও সংলাপ রয়েছে যার জেরে এই ছবির প্রদর্শন বন্ধের আর্জি জানান হয়েছে। আমির খান অভিনীত এই ছবি নিয়ে বহুদিন ধরে চলছে চর্চা। মুক্তির প্রথম দিন থেকেই বয়কটের মুখে পড়ে ‘লাল সিং চাড্ডা’। সোমবার দায়ের হওয়া জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে যে এই ছবিতে বেশ কিছু উস্কানিমূলক বিষয় রয়েছে যার নেতিবাচক প্রভাব পড়তে পারে সমাজে। এই ছবিটা যতটা সাফল্য পাবে বলে মনে করা হয়েছিল, বাস্তবে তার ধারে কাছে পৌঁছতে পারেনি এই ছবি। ১৮০ কোটি খরচে তৈরি এই ছবির গত ১৪ দিনে সারা বিশ্বে মোট ১২৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের উপহাস করার অভিযোগ এই ছবির বিরুদ্ধে। কেবল এই ছবিটিই নয়, মামলা দায়ের করা হয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাস মিঠু’ (Shabash Mithu) ছবিটির বিরুদ্ধেও। তবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক। ‘ডক্টরস উইথ ডিসএবিলিটি’ (Doctors with disability)সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা ড. সত্যেন্দ্র সিং তাঁর অভিযোগের ভিত্তিতে আদালত যে নোটিস ইস্যু করেছে তা শেয়ার করেছেন। তাঁর অভিযোগ, ওই দুই ছবি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইনকে ভঙ্গ করেছে। আদালতের ইস্যু করা নোটিসে দেখা যাচ্ছে, আদালত এই অভিযোগে ছবিগুলির পরিচালকদের কাছ থেকে উত্তর চেয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছ থেকেও উত্তর চাওয়া হয়েছে। ওটিটি থেকে সিনেমা হল প্রায় সর্বত্রই ব্রাত্য এবার আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডা সঙ্গে জুড়েছে হ্যাশট্যাগ বিতর্ক।

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version