সরকারি কর্মীদের মতো সমস্ত সুযোগ-সুবিধা পাবেন GTA কর্মীরাও, সিদ্ধান্ত রাজ্য সরকারের

এখন থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের মতো সমস্ত রকম সুযোগ-সুবিধা পেতে চলেছে গোর্খা টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের(GTA) কর্মীরা। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে খুশি জিটিএ কর্মীরা।

বুধবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জিটিএ-এর সমস্ত কর্মচারীকে রাজ্য সরকারের সংশোধিত বেতন কাঠামোর অধীনে আনা হচ্ছে। অর্থাৎ জিটিএতে কাজ করা সকল কর্মীরা রাজ্য সরকারের কর্মীদের মতই একই স্কেলে বেতন পাবেন। এর পাশাপাশি ২০১১ সাল থেকে যে সকল কর্মীরা জিটিএ থেকে অবসর নিয়েছেন তাদের সকলকে রাজ্য সরকারের অন্যান্য পেনশন গ্রাহকদের মত একই হারে পেনশন দেওয়া করা হবে।

উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পাহাড়ের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার চেষ্টাতেই অতীতের সমস্যা কাটিয়ে পাহাড়ে ফিরেছে শান্তি। পাহাড়ের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Previous articleসৌরভদের পদের মেয়াদ বৃদ্ধি নিয়ে বিসিসিআইয়ের আবেদন শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ
Next articleপারিবারিক বিবাদের জেরে মৃত্যু স্বামী-স্ত্রীর, ধৃত অভিযুক্ত পুত্র